বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায়। জানাযায় আজ সন্ধ্যা নাগাদ সাগরপুর এলাকায় থাকাসোনা গালাই দোকানের দ্বিতীয় তলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে বিকট শব্দ তারপর বিভৎস আগুন, সোনা গালাই এর দোতলায় আগুন নেভাতে গিয়ে অগ্নি দগ্ধ হয় ৪ জন শ্রমিক ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ৪ কেজি ওজনের স্তন টিউমার অপারেশনে সফল মেদিনীপুর হাসপাতালের চিকিৎসক
যদিও এই আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না কেউই।দ্বিতলে আগুন লাগতেই নিচ থেকে ছুটে যান ঐ চার শ্রমিক।ঘটনার খবর যায় দাসপুর থানায় ও ঘাটাল দমকল বিভাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ও ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।

বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণ এসেছে। তবে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে যেগুলোকে নেভানোর কাজ করছে দমকল কর্মীরা।আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় চার শ্রমিক, তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।

৪ জন শ্রমিকের নাম সৌরভ বারাদে(২৪),অজয় আউতরা(২৬),দীপক বাউর(৩৫) এরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা,অবিরাম চংদার(৩৬) হুগলির বাসিন্দা বলে জানাগেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gold fire
Biplabi Sabyasachi Largest Bengali Newspape