ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের ডেবরা নারায়ণগড়ের পর কেন্দ্রীয় প্রকল্প সরেজমিনে ক্ষতিয়ে দেখতে রবিবার ঘাটাল ব্লকের দুটি গ্রামপঞ্চায়েত এলাকায় ঘোরেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের পাঁচ সদস্যের একটি টিম। প্রথমেই তাঁরা যান মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতাপপুরে। বিকেলে পৌঁছে যান অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায়। প্রতাপপুরে গিয়ে প্রথমেই একশো দিনের শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন তাঁরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রতিনিধি দলের সদস্যদের ঘিরে একশো দিনের বকেয়া টাকার দাবি করেন একশো দিনের কাজে টাকা না পাওয়া শ্রমিকরা। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের উদ্দেশ্য করে জয়বাংলা স্লোগান তোলেন পুরুষ-মহিলা সহ এলাকার বেশ কিছু মানুষ। জানা গেছে ক্ষোভ দেখানো ব্যক্তিরা এলাকায় শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এদিন কেন্দ্রীয় টিমের সদস্যরা আবাস যোজনার বাড়ি সহ NREGA প্রকল্পের টাকায় তৈরি রাস্তা ও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের স্থানে গিয়ে সমস্ত তথ্য নথিভুক্ত করেন।
MGNREGA Workers Protest
কেন্দ্রীয় টিমের সদস্যদের সামনে পেয়ে কেন্দ্রীয় প্রকল্পের অনিয়মের বেশ কিছু দিক তুলে ধরেন বিরোধীরা। তার মধ্যে রয়েছে NREGA কাজের বোর্ড, অনিয়মভাবে বাড়ি পাইয়ে দেওয়া সহ একাধিক বিষয়। ওই সকল অভিযোগগুলিও সরেজমিনে ক্ষতিয়ে দেখেন টিমের সদস্যরা। কেন্দ্রীয় দলের সামনে এদিন আবাস যোজনার অনিয়ম তুলে প্রতাপপুরের এক ব্যক্তি একটি বাড়ি দেখিয়ে বলেন দোতলা পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনার বাড়ি বাবদ তাঁকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনিয়ম ভাবে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হুঁশিয়ারি অভিষেকের, পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার দায়িত্ব নিলেন!
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বেপরোয়া মাছের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক, বিক্ষোভ স্থানীয়দের
টিমের সদস্যরা দেখে-আবাস যোজনার বাড়ি হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা আসলে বাড়ি নয়,টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং পাশেই রয়েছে ওই ব্যক্তির দোতলা পাকাবাড়ি। বাড়ি- মালিকের সাথে কথা বলে ওই আবাস যোজনার বাড়ির ছবি তুলে নিয়ে যান টিমের সদস্যরা। এলাকার বিরোধীদের তরফে এইরকম আরও কয়েকটি আবাসের অনিয়ম তুলে ধরা হয় প্রতিনিধি দলের সামনে।
রবিবার বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছে যান ঘাটালের অযোগনগর এক গ্রাম পঞ্চায়েতের শীতলপুর এলাকায়। সেখানে গিয়েও কেন্দ্র প্রকল্পের রাস্তা সহ আবাস যোজনার বেশ কিছু বিষয় খতিয়ে দেখেন তাঁরা। জানা গেছে আজ সোমবার ঘাটাল ব্লকের আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে পারেন টিমের সদস্যরা। সব মিলিয়ে রবিবার কেন্দ্রীয় টিমকে ঘিরে এলাকায় ছিল শাসক-বিরোধী চাপা উত্তেজনা।
আরও পড়ুন : অভিষেকের জনসভায় ঘাটাল মহকুমা থেকে ১২০ টি বাস, ছোটগাড়ি প্রায় দু’শো
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
MGNREGA Workers Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper