Home » Garhbeta College : গড়বেতা কলেজের ৭৫ তম বর্ষ উদযাপন শুরু! ‘ছাত্রছাত্রীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভাল করে জানতে হবে’, বললেন মন্ত্রী মানস

Garhbeta College : গড়বেতা কলেজের ৭৫ তম বর্ষ উদযাপন শুরু! ‘ছাত্রছাত্রীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভাল করে জানতে হবে’, বললেন মন্ত্রী মানস

by Biplabi Sabyasachi
0 comments

Garhbeta College : যে যেখানে যে পদেই থাকুন, ইতিহাস না জানলে শিক্ষা ও অসম্পূর্ণ থেকে যায়। তাই এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের আগে অচল সিংহ, রানী শিরোমণি, চুয়াড় বিদ্রোহ, লায়েক, পাইক বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভাল করে জানতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে এইসব ইতিহাস আরো বেশি করে পাঠ্য করে তোলার দাবি জানাতে হবে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যে যেখানে যে পদেই থাকুন, ইতিহাস না জানলে শিক্ষা ও অসম্পূর্ণ থেকে যায়। তাই এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের আগে অচল সিংহ, রানী শিরোমণি, চুয়াড় বিদ্রোহ, লায়েক, পাইক বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভাল করে জানতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে এইসব ইতিহাস আরো বেশি করে পাঠ্য করে তোলার দাবি জানাতে হবে।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদী থেকে উদ্ধার নিখোঁজ কৃষকের মৃতদেহ

শনিবার গড়বেতা কলেজের ৭৫ তম বর্ষ উদযাপন উৎসবের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের পরিবেশ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া। স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি মনে করিয়ে দেন “স্বাধীনতা মানে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা নয়, স্বাধীনতা মানে স্ব-অধীনতা। যা রবীন্দ্রনাথ ঠাকুরও চেয়েছিলেন।” তাঁর উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসার পরামর্শ দেন।

আরও পড়ুন : “বিজেপির হয়ে কাজ করছে ইডি-সিবিআই”, দাঁতনে প্রতিবাদ মিছিল

নিজস্ব চিত্র

আরও পড়ুন : মেদিনীপুর সংশোধনাগারে পতাকা তুলতে দেওয়া হলো না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে

ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে কলেজের ৭৫ তম বর্ষ উদযাপন উৎসব শুরু হয়। এন.সি.সি. ক্যাডারদের ট্যাবলো, কুচকাওয়াজ, তোপ বনি, বেলুন উড়িয়ে সূচনা হয় তিন দিনের এই উৎসব। কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন জেলা শাসক আয়েষা রানি। তিনি বলেন “গড়বেতার মতো প্রত্যন্ত এলাকার একটি কলেজ ৭৫ তম বর্ষে পদার্পণ করল এটা গর্বের বিষয়। কলেজের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।”

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ম‍াথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, লুট গয়না-টাকা

কলেজের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জেলাশাসক। প্রধান অতিথি জৈব-রাসায়নিক বিশেষজ্ঞ তথা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সাইন্স এর প্রধান অধিকর্তা শান্তনু ভট্টাচার্য বলেন “স্মার্ট ক্যাম্পাস করে ছাত্রছাত্রীদের শিক্ষাদানে আপগ্রেড করতে হবে। সেই আগের মতো শিক্ষাদান হলে অনেক কিছুই অজানা থেকে যেতে পারে। গ্রুপ ডিসকাশন করে ছাত্রছাত্রীদের পড়া জরুরী।”

আরও পড়ুন : ঘাটালে ঝুমি নদীর জল বেড়ে ভাঙল ৭ টি বাঁশের সাঁকো, সমস্যায় এলাকাবাসী

অনুষ্ঠানে ছিলেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি তথা বিধায়ক-জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, সহ-সভাধিপতি বিধায়ক অজিত মাইতি, বিধায়ক দিনেন রায়, অরূপ ধাড়া, মমতা ভূঁইয়া, নির্মল ঘোষ প্রমুখ। এছাড়া ছিলেন গড়বেতা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক সহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকেরা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার।

আরও পড়ুন : Vidyasagar University-র নব কলেবরের বিবেকানন্দ সভাগৃহ উদ্বোধন করলেন উপাচার্য

তিনি বলেন “তিন দিন ধরে চলবে এই উৎসব স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, প্রাক্তনীদের অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।” ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। এদিন অনুষ্ঠান মঞ্চে স্মারক ভবন নির্মাণের জন্য কলেজের প্রাক্তন অধ্যাপক কিশোরীমোহন সেনাপতির স্ত্রী দুর্গা সেনাপতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন কলেজ পরিচালন কমিটির সভাপতি উত্তরা সিংহ এর হাতে। একই উদ্দেশ্যে সভাপতির হাতে ৫১ হাজার টাকার চেক তুলে দেন কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার।

আরও পড়ুন : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শহিদ ক্ষুদিরাম বসুর আত্মীয়

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Garhbeta College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.