0
পত্রিকা প্রতিনিধি: বাঁশের সাঁকো পেরোতে গিয়ে সাইকেল সমেত নদীর জলে পড়লো এক কিশোর।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের হলাঘাট এলাকায়।জানাযায়,হলাঘাট এলাকায় শিলাবতী নদীর উপর রয়েছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো।বৃহস্পতিবার সকালে ওই পঞ্চায়েত এলাকারই কুলদহ গ্রামের মানস ঘোড়ই নামের এক কিশোর সাইকেলে চড়ে হলাঘাট থেকে বাঁশের সাঁকো পেরিয়ে ডিঙ্গালের উদ্দেশ্য যাচ্ছিল।সাইকেলে হলাঘাট বাঁশের সাঁকো পেরনোর সময় সাঁকোর পাশের কাঠের রেলিং ভেঙ্গে সাইকেল সমেত নদীর জলে পড়ে যায় ওই কিশোর।যদিও তৎক্ষনাত ঘটনাস্থলে থাকা স্থানীয়দের নজরে আসতেই তারা নদীর জল থেকে সাইকেল সমেত ওই কিশোরকে উদ্ধার করে।ঘটনার সাথে সাথেই উদ্ধার করাই সুস্থ রয়েছে ওই কিশোর।