ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর সদরে হায়নাকে প্রকাশ্যে নির্মম ভাবে পিটিয়ে মারার অভিযোগে মঙ্গলবার চারজন আত্মসমর্পণ করল মেদিনীপুর আদালতে। তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য, গুড়গুড়িপাল থানার সিজুয়া এলাকার জঙ্গলে কয়েকটি হায়না ডেরা বেঁধেছিল। মাঝেমধ্যে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অভিযোগ, সেই সময় গ্রামবাসীদেরও তাড়া করে। যদিও কারও কোনো ক্ষতি হয় নি বলে বন দফতর সূত্রে জানা গিয়েছিল। গত 1 জুলাই দুপুরে একটি হায়না সিজুয়া এলাকায় প্রবেশ করলে গ্রামবাসীদের একাংশ তাকে বিভিন্নভাবে আঘাত করে মেরে ফেলে। হায়নার মাথা থেঁতলে দেওয়া হয়েছে। বাঁশ, ইট, বল্লাম দিয়ে মারার ভিডিও ও ছবি ভাইরাল হতেই দোষীদের চিহ্নিত করে বনদপ্তর। তারপর থেকেই ঘরছাড়া ছিল অভিযুক্ত চার যুবক।
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
অবশেষে মঙ্গলবার মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেন সিজুয়া গ্রামের বিশ্বজিৎ মাঝি, বিকাশ মাঝি, সনু রানা, সঞ্জীব মাঝি নামে চার যুবক। মেদিনীপুর আদালতের বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, “হায়নাকে পিটিয়ে মারার অভিযোগে ফেরার থাকা চার যুবক মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ হত্যার আইনে মামলা রজু করা হয়েছে।”
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হুলা টিমের দুই সদস্যের, জখম এক
আরও পড়ুন : কেশপুরে জয়ী অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper