Home » Kangsabati River Bridge : মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু, পুনর্বাসনের দাবি

Kangsabati River Bridge : মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু, পুনর্বাসনের দাবি

by Biplabi Sabyasachi
0 comments

Four-lane bridge over Kangsabati river in Midnapore at a cost of rupees 245 crore will be started soon, demands for rehabilitation

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপরে রয়েছে মোহনপুর তথা বীরেন্দ্র সেতু। মেদিনীপুর- খড়্গপুরের সংযোগস্থল ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে থাকা পুরনো এই সেতুটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত রয়েছে, এমন জানিয়ে গত বছরের জুন মাস থেকে ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kangsabati River Bridge
নিজস্ব চিত্র

ওই সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু তৈরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই নতুন সেতুর কাজ শুরুর আগে সোমবার ভূমি রাজস্ব দফতরে হলো বৈঠক। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, চার লেনের নতুন সেতু তৈরি হবে। লম্বা ৫৫৮ মিটার, চওড়া হবে সাড়ে ২৭ মিটার।

Kangsabati River Bridge

তাতে খরচ হবে ২৪৫ কোটি টাকা। দু’বছরের মধ্যে শেষ হবে সেতুর কাজ। ওই সেতু তৈরি করতে গিয়ে বেশ কিছু মানুষের ঘরবাড়ি, দোকান ভাঙা পড়বে। তাদের পুনর্বাসনেরও দাবি উঠেছে। খড়্গপুর গ্রামীণের বড়কলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বেরা বলেন, “বৈঠকে আমাদেরকে ডাকা হয়েছিল জনপ্রতিনিধি হিসেবে। নতুন সেতুকে স্বাগত জানিয়ে আমরা জানিয়েছি যে সমস্ত বাড়িঘর এবং দোকান ভাঙা পড়বে তাদের পুনর্বাসন দেওয়ার। প্রশাসন আশ্বাস দিয়েছে বিষয়টি দেখার।”

আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডে বৃদ্ধের বিশালাকার টিউমারের জটিল অপারেশন চন্ডীপুর মাল্টিস্পেশালিটি হাসপাতালে

বৈঠক শেষে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় বলেন, “রাজ্য সরকার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে নতুন সেতু তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। চার লেনের সেতু তৈরি হবে। তাতে খরচ হবে ২৪৫ কোটি টাকা। তাতে বেশ কিছু মানুষের জায়গা পড়বে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। খুব দ্রুত সার্ভে হবে এবং কাজও শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সেই কাজ শেষ হবে।”

আরও পড়ুন : মেদিনীপুর সদরের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পে রক্ষা পেল গ্যাসের গোডাউন, ছুটল দমকল

আরও পড়ুন : মেদিনীপুর কলেজের মুকুটে নয়া পালক ! MoU স্বাক্ষরিত হল Kharagpur IIT – এর সঙ্গে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kangsabati River Bridge

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.