Home » টানা বর্ষণে সুবর্নরেখা এবং ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত সাকরাইলের বহু এলাকা

টানা বর্ষণে সুবর্নরেখা এবং ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত সাকরাইলের বহু এলাকা

by Biplabi Sabyasachi
0 comments

jhargram flood, jhargram bengali news, latest bengali news, paschim medinipur news, bengal news

পত্রিকা প্রতিনিধি: সুবর্নরেখা এবং ডুলুং নদীর জলে প্লাবিত হোল সাকরাইল ব্লকের ২৮ টি মৌজা। এখানেই বয়ে যাওয়া বাঁশি খালের জলে ভেসে গেছে পাশাপাশি এলাকার আরো বহু জমি বাড়ি, মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে বহড়াদাড়ি, ভগবান চক, তেঁতুলিয়া, কাঠমুন্ডি, অস্তি সহ একাধিক গ্রাম।এই এলাকার প্রায় সমস্ত জমী জলের তলায়। বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এলাকার মানুষের বক্তব্য প্রতিবার জলের তলায় চলেযায় জল নিকাশির কোনো ব্যাবস্থাই নেই। jhargram flood, jhargram flood

সুবর্নরেখা ও ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সাঁকরাইলে। ছবি- অরুপ সিং

এবার ও প্রায় সমস্ত আমন ধান ও সব্জি সমস্ত টাই নষ্ট হয়ে গেছে। প্রশাসনিক তরফে কোনো ব্যাবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। কৃষি কর্মাধক্ষ্য কমলকান্ত রাউৎ বলেন ২৮ টা মৌজা জলের তলায় চলে গেছে। সমস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয় ক্ষতির পরিমান জেনে জেলায় পাঠানো হবে বলে জানান তিনি। তবে জলযন্ত্রনা থেকে কবে মুক্তি পাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এলাকার মানুষের। ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশ। রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি কিছুটা কমলেও থামেনি।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালে, নামানো হল সরকারি নৌকা

ছবি- অরুপ সিং

ফলে ডুলুং নদীতে জল বাড়ছে ক্রমশ। ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার রাস্তা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের তোড় বাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। পাশাপাশি সুবর্ণরেখা নদীতে জল বাড়তে আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী গ্রামের মানুষদের মধ্যে। টানা বৃষ্টির জেরে গোপীবল্লভপুর ১ ব্লকের বেশকিছু মাটির বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কালনাগিনী খালের জল বাড়ায় বালিদাঁড়িয়া ও কৈমা গ্রামের বেশকিছু চাষের জমি জলমগ্ন। অপরদিকে ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার জন্য শহরের মধ্যে জমছে জল। শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়িতে জল ঢুকে যাওয়ার ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী।

ছবি- অরুপ সিং

যা নিয়ে ঝাড়গ্ৰাম জেলা প্রসাশনের উপর মানুষের দিনের-পর-দিন ক্ষোভ বাড়ছে।শহরের বিভিন্ন ওয়াডে আবর্জনার স্তুপ জমেছে সাফাই না হওয়ার কারনে ।চিন্তা বেড়েছে শহরবাসির এক দিকে বৃষ্টি অপর দিকে বৃষ্টির জলে বয়ে আবর্জনা জমছে বাড়ির উঠানে। করোনা মহামারির জন্য যেখানে পরিস্কার রাখার কথা বলা হয়েছে সেখানে আবর্জনার জন্য করোনা সংক্রমন ছড়াবার আশঙ্কা করছে শহর বাসি।অপর দিকে গোপীবল্লভপুর নদীর জল চার ফুট বেড়েছে ইতি মধ্যে ।গত কাল গালুডি জলা ধার থেকে ৯০ হাজার কিউশেখ জল ছাড়া হয়েছে ।আজ আবার যদি জল ছাড়া হয় তাহলে বেশ কয়েকটি নদীর পাশ্ববর্তী গ্রামে প্লাবন আসতে পারে আশঙ্কা রয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.