ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন রাঙামাটি সরকারি বালিকা ভবন তথা হোমে আগুন লাগার ঘটনা রবিবার সন্ধ্যায়। ছুটলো দমকল৷ মেদিনীপুর শহরের পাশে রাঙামাটিতে রয়েছে একটি সরকারি হোম “বিদ্যাসাগর বালিকা ভবন”৷ কড়া নিরাপত্তার বেষ্টনীতে সেখানে থাকেন বহু আবাসিক। সেই হোমের ভেতরেই রবিবার সন্ধ্যাতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয় বাসিন্দা মলয় পড়িয়া বলেন, “হোম সুপারের উদাসীনতার কারনে এমন করে বহুবার আগুন লেগেছে। কোনো পরিচ্ছনতা বা প্রয়োজনীয় পদক্ষেপ নেন নি উনি। স্থানীয়রা বহুবার জানিয়েছেন এই এলাকা পরিষ্কার রাখতে। কিন্তু পদক্ষেপ না নেওয়াতে এই সমস্যা হয়েছে।” দমকলের ওসি গোপালচন্দ্র ঘোষ জানান, “হোম চত্বরের ভেতরে বড়ো একটি এলাকা রয়েছে।
Midnapore
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
যেখানে প্রচুর শুকনো পাতা রয়েছে। সেই পাতাতেই আগুন লেগে যাওয়ার ঘটনাটি ঘটেছে। এটা এমনি লাগেনি, কেউ লাগিয়েছে পরিকল্পিতভাবে। মানুষের মধ্যে আগুন লাগানোর প্রবণতা সংক্রমণ হয়েছে দাঁড়িয়েছে। জঙ্গলেও একই কাজ করছে। এরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাচ্ছে। ফায়ার ব্রিগেডকে হয়রান করছে। প্রতিদিন ৭ থেকে ৮ টা কল পাচ্ছি ফায়ার ব্রিগেডে শুধু বনবিভাগ থেকেই।”
আরও পড়ুন : অনির্দিষ্টকালের ডাকা অবরোধ উঠল আদিবাসী সংগঠনের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper