Home » আজও ঘোষণা হল না তৃণমূলের প্রার্থী তালিকা, জল্পনা তুঙ্গে

আজও ঘোষণা হল না তৃণমূলের প্রার্থী তালিকা, জল্পনা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

প্রত্রিকা প্রতিনিধিঃ কেন্দ্রের নির্বাচন ঘোষণারও পর সোমবার ঘোষণা হল না তৃণমূল দলের প্রার্থী তালিকা। এদিন দলের প্রার্থীতালিকা ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন দলের মুখপাত্র সৌগত রায়। এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের নির্বাচনী কোর কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। শুক্রবার রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। আশা ছিল বিগত কয়েকটি বছরের মতো নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রার্থীতালিকা ঘোষণা করবে তৃণমূল।

কিন্তু তা হয়নি। তার পর দলের তরফে জানানো হয় সোমবার প্রথম দফার ভোটগ্রহণের ৩০টি আসনের প্রার্থী ঘোষণা করতে পারেন মমতা কিন্তু বিকেল গড়াতে সে আশাতেও জল পড়ল।তৃণমূলের প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূল শাসকদল। তারা আগে ভাগে প্রার্থী ঘোষণা করতেই পারে। কিন্তু তাতে লাভ হবে না। গত লোকসভা নির্বাচনে সবার আগে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল।

তৃণমূল সূত্রের খবর, প্রার্থী নির্বাচন ছাড়াও এদিনের বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে নির্বাচনী রণনীতি। তবে এবার প্রার্থী বাছাইয়ের ব্যাপারে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রার্থী ঘোষণার আগে প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীর ভাবমূর্তি কেমন তা সেখানকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বুঝে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.