বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হুগলী জেলার খামারগাছি থেকে পুরী পর্যন্ত সাইকেলে যাত্রা শুরু করেছেন এক যুবক। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মুণ্ডমারি এলাকায় তার এই গন্তব্যের পথে খানিক বিশ্রাম নেন। “সেভ ট্রী, সেভ ওয়াটার” এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত ৩০শে জুন তিনি এই অভিযান শুরু করেন। দেবাশীষ প্রামাণিক নামের এই যুবক বলেন, “যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে, তার জন্য একমাত্র মানুষই দায়ী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
আমরাই প্রকৃতিকে দূষণ করছি, অথচ প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে।” পরিবেশ রক্ষার জন্য তিনি কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। তার মতে, প্রতি ৩০০ মিটার অন্তর একটি করে বটগাছ লাগানো উচিত। বটগাছ শুধু ছায়া দেবে না, প্রচুর পরিমাণে অক্সিজেনও পরিবেশে ছড়িয়ে দেবে। এছাড়াও, পরিবেশ রক্ষায় সাইকেল চালানোর গুরুত্বের উপরও জোর দিয়েছেন দেবাশীষ। তিনি বলেন, “আগে সাইকেল ছিল মানুষের যানবাহনের একমাত্র মাধ্যম।
Environmental Awareness
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
কিন্তু চার চাকা ও বাইকের আবির্ভাবে মানুষ সাইকেল চালানো ভুলে গেছে।” “সাইকেল চালালে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে,” তিনি যোগ করেন। “এছাড়াও, পরিবেশ দূষণও হয় না। মানুষ একটু সচেতন হলেই পরিবেশকে বাঁচানো সম্ভব।” দেবাশীষের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Environmental Awareness
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper