বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দলছুট হাতির তাণ্ডব অব্যাহত। গৃহস্থের বাড়ি থেকে স্কুলের মিড-ডে মিলের গোডাউন বাদ গেলো না কিছুই। রাতের অন্ধকারে খাবারের খোঁজে ভেঙে ফেললো দেওয়াল, দরজা, জানালা। রবিবার রাতে মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কাননডিহি এলাকার আইসিডিএস কেন্দ্রে হানা দিল দলছুট দাঁতাল। ভেঙে ফেলে দরজা, জানালা, চেয়ার-টেবিল। সারারাত ধরে তাণ্ডব চালালো ওই ওখানে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ১০০ বিঘা বনদপ্তরের জমি বেদখল, গাছ লাগাতে বাধা বনকর্মীদের
স্থানীয়রা জানাচ্ছেন, একটি হাতি রাত ১১ টা নাগাদ ওই এলাকায় প্রবেশ করে। খাবারের খোঁজে হানা দেয় স্থানীয় আইসিডিএস কেন্দ্রে। সেখানে চালের গন্ধ পেয়ে দুটো দরজা, একটা জানালা ভেঙে ফেলে। পরে দু-বস্তা চাল বের করে খেয়ে ছড়িয়ে সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাতির উপস্থিতির খবর রাতেই বনদপ্তরে জানানো হলেও গাড়ি এবং গাড়ির চালক নেই বলে স্থানীয় বিট অফিস থেকে জানানো হয়েছে গ্রামবাসীদের।

আরও পড়ুন : পথ কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় যুবকের নামে এফআইআর
ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি শালবনীর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে হানা দিয়ে ভেঙে ফেলে মিড-ডে মিলের রান্নাঘর। স্থানীয়রা জানিয়েছেন, ভোরবেলা একটি হাতি খাবারের খোঁজে ওই রান্নাঘরটি ভেঙে ফেলে। তবে কোনো খাবার পায়নি।

আরও পড়ুন : কৃত্রিম উপায়ে ময়ূরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে প্রথম সাফল্য পেল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দলছুট হাতিতে শালবনী এবং মেদিনীপুর সদরে ৩০ টির বেশি বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে সম্প্রতি। এই সময় জমিতে কোন খাবার না থাকায় গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে বলেই দাবি বনদপ্তরের। তবে দলছুট হাতিকে সরানো এবং এলাকাবাসীকে সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
Biplabi Sabyasachi Largest Bengali Newspape