ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এবার খাবারের খোঁজে গৃহস্থের বাড়িতে হানা দিল হাতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শালবনী এলাকায়। শালবনীর পৃথক তিনটি গ্রামে হানা দিয়ে তিনটি বাড়ি ভেঙে ফেলে। তার মধ্যে একটি হাতি গাড়রা এলাকায় চুনারাম টুডু নামে এক ব্যক্তির বাড়ির দেওয়াল ভেঙে ধান বের করে খেয়ে, মাটিতে ফেলে নষ্ট করে। অন্যদিকে কলাইমুড়ি এলাকায় দুটি বাড়ি ভেঙেছে দুটি হাতি।
দিনদুয়েক আগে ওই হাতি দুটি শালবনীর পাথরনালা শিশুশিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে চাল খেয়ে ফেলে। স্থানীয়রা জানিয়েছেন, জমিতে ফসল না থাকায় লোকালয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ চলছে খাবারের। তবে লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে বাড়ি ভাঙার ঘটনাও পিছু ছাড়ছে না স্থানীয়দের। ঝাড়গ্রাম জেলায় প্রায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটলেও পশ্চিম মেদিনীপুর সেই দিক থেকে স্বস্তিতে।
হাতির বড় দলও নেই জেলায়। তবে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে বহুবার। স্থানীয়রা জানিয়েছেন, কলাইমুড়ি এলাকার জঙ্গলে দুটি হাতি রয়েছে। খাবারের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াচ্ছে। চালের গন্ধে গৃহস্থের বাড়ি, শিশুশিক্ষা কেন্দ্র ভেঙে চাল খেয়েছে। হাতি দুটি না সরালে আরও বাড়ি ভাঙার আশংকাও থাকছে। যদিও পৃথক তিনটি হাতিকে অন্যত্র সরানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Extramarital Reiations
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore