Home » Electricity Price Hike : বিদ্যুতের দাম বৃদ্ধির ইঙ্গিত কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর! কুশপুতুল পুড়ল বেলদাতে

Electricity Price Hike : বিদ্যুতের দাম বৃদ্ধির ইঙ্গিত কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর! কুশপুতুল পুড়ল বেলদাতে

by Biplabi Sabyasachi
0 comments

Electricity Price Hike : কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার কৃত্রিমভাবে কয়লার সংকট সৃষ্টি করে বাইরের থেকে কয়লা আমদানি বাধ্যতামূলক করেছে। এখন তাকে অজুহাত করে বিদ্যুতের দাম খুল্লাম খুল্লা বৃদ্ধি করার কথা ঘোষণা করছে। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হোন গ্রাহক সমিতি। বিদ্যুৎ গ্রাহক সংগঠন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (AIECA) এর আহ্বানে গতকাল থেকেই সারা ভারত প্রতিবাদ কর্মসূচি চলছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যুতের দাম বৃদ্ধির কথা ঘোষণার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। পোড়ানো হয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কুশপুতুল। সমিতির বক্তব্য, পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং আরও বিদ্যুতের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।

নিজস্ব চিত্র

কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার কৃত্রিমভাবে কয়লার সংকট সৃষ্টি করে বাইরের থেকে কয়লা আমদানি বাধ্যতামূলক করেছে। এখন তাকে অজুহাত করে বিদ্যুতের দাম খুল্লাম খুল্লা বৃদ্ধি করার কথা ঘোষণা করছে। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হোন গ্রাহক সমিতি। বিদ্যুৎ গ্রাহক সংগঠন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (AIECA) এর আহ্বানে গতকাল থেকেই সারা ভারত প্রতিবাদ কর্মসূচি চলছে।

সর্বত্র পোড়ানো হয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কুশপুতুল। মঙ্গলবার বেলদা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভাও করে। মন্ত্রীর কুশপুতুলে অগ্নিসংযোগ করেন রাজ্য সম্পাদকমন্ডলের সদস্য বিদ্যাভূষণ দে। ছিলেন, দীপক পাত্র, দিলীপ দাস প্রমুখ। সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর দুটি মৃত্যুর ঘটনার পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। মঙ্গলবার বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ মিছিলও করে সারা বাংলা বিদ্যুত গ্রাহক সমিতি।

এদিন বেলদা ও খাকুড়দা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেয় সমিতি। গত ১২ জুলাই বেলদা থানার বৈরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল সমীর হাঁসদার (৩৫)। মাঠে কাজ করার সময় বৃষ্টি এলে পাশের একটি গাছের নীচে দাঁড়ানোর সময় কাছ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাছটি। গাছের সংস্পর্শে আসা যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত ১৭ জুলাই দাঁতন ২ ব্লকের হরিপুর পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার বিভূপদ জানা(৩৮) নিজের মিনি ডিপটিউবওয়েলের সংযোগের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় এবং বিদ্যুৎ গ্রাহক সমিতির বক্তব্য, বিদ্যুত বন্টন সংস্থার গাফিলতি ও অস্থায়ীভাবে বিপদজনক বাঁশের খুঁটিতে সংযোগ দেওয়া-সহ বিদ্যুৎ লাইনের সময় মতো রক্ষণাবেক্ষণ না করার ফলে এই ঘটনা ঘটছে। যার দায় বিদ্যুৎ দফতরকে নিতে হবে। বাঁশের খুঁটিতে বিপদজনক ভাবে মিনি ডিপটিউবওয়েলের সংযোগ দেওয়ার ফলে সমস্যা বাড়ছে।

লাইনেও ত্রুটি থাকছে। বাঁশের খুঁটিতে দেওয়া বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বিভূপদ। এদিন একাধিক দাবিতে খাকুড়দা ও বেলদার বিদ্যুৎ বন্টন সংস্থার দুই স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র বলেন, “সুষ্ঠু গ্রাহক পরিষেবা দিতে হবে। কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রাণহানি বন্ধ হোক।

গাফিলতির কারণে যে সব প্রাণহানি ঘটেছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে সংস্থাকে।” দাবি ওঠে, বাঁশের খুঁটিতে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সিমেন্টের পুল দিতে হবে। বিদ্যাভূষণ দে বলেন, “মুনাফার স্বার্থে বিদ্যুৎ দপ্তর তা করছে না। বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।” একাধিক দাবিতে আগামী ২৫ জুলাই ডিভিশনাল ম্যানেজারের দফতরে বিক্ষোভ কর্মসূচী নিয়েছে গ্রাহক সমিতি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Electricity Price Hike

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.