বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: একদিকে খাবারের অনটন, অন্যদিকে চিকিৎসার ওষুধের খরচ জোগাতে পারছিলেন না ষাটোর্ধ্ব দম্পতি। অসহায় বোধ করছিলেন নিজেদের। ছেলেরাও দেখে না তাদের। একাকিত্ব গ্রাস করেছিল। অবশেষে কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক খেয়ে শেষ করে দিলেন নিজেদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের কোটা গ্রাম এলাকায়। বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতর থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম সুশান্ত পাত্র (৬৫), লতারানী পাত্র (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে এবং ছেলেদের বিয়ে হয়ে গিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

মেয়ে মাঝেমধ্যে বাপের বাড়ি এসে বাবা মায়ের দেখাশোনা করলেও দুই ছেলে কোনো খোঁজ খবর নেয়নি। এক চিলতে চাষের জমি রয়েছে। সঙ্গে বিভিন্ন ভাতা পেয়ে কোনরকমে দিন গুজরান করেন দম্পতি। দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন তারা। চিকিৎসার খরচ, ওষুধ কেনার সামর্থ্য ছিল না। পারিবারিক কলহে অবশেষে নিজেদের শেষ করে ফেললেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িতে রাখা কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। এদিন সকালে বাড়ির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন প্রতিবেশীরা।
আরও পড়ুন : ৬টি বেআইনি কাঠ মিল বন্ধ করল বেলদা বনদফতর

কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন তারা নিথর অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় ওই দম্পতির ছেলে এবং আনন্দপুর থানার পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কি কারনে মৃত্যু তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই কিভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ বোঝা যাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elderly suicide
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper