Home » এগরায় বৃদ্ধের মৃত্যুর পরে করোনা রিপোর্ট এল পজিটিভ, হতবাক রোগীর পরিবার

এগরায় বৃদ্ধের মৃত্যুর পরে করোনা রিপোর্ট এল পজিটিভ, হতবাক রোগীর পরিবার

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :বৃদ্ধ মারা গিয়েছেন শ্বাসকষ্টে।এমনটাই জানিয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল।কিন্তু মৃত্যুর পর খবর এল রোগী নাকি করোনা পজিটিভ।এবার প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট ব্যক্তির মৃতদেহ থেকে কারও করোনা ছড়ায়নি তো?তবে এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু ঘটলো এই এগরায় মহকুমায়।

জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন পটাশপুর ১ব্লকের অমর্ষি গ্ৰামের বাসিন্দা আব্দুল রহিম (৮৫)নামের এক বৃদ্ধ।গত ২৪ জুলাই তার শরীরে শ্বাসকষ্টের অবস্থা বেগতিক দেখে কোনওরকমে অ্যাম্বুল্যান্স যোগার করে তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।তবে করোনার কিছু কিছু উপসর্গ ছিল তার শরীরে।তাই হাসপাতালের চিকিৎসকরা তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠান।পাশাপাশি তার চিকিৎসা ও শুরু করা হয়।এরপর চিকিৎসা চলাকালীন আজ,দুপুরে তার শারীরিক অবস্থা সংকটজনক হতেই হঠাৎই তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।তবে এরপর ওই ব্যক্তির মৃত্যুর পর এদিন বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।সেখানে দেখা যায় রোগীর কোভিড পজিটিভ।এই খবর শুনেই হতচকিত হয়ে যায় রোগীর পরিবার।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল বলেন,গতকাল শ্বাসকষ্ট জনিত কারনে ওই রোগী’কে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।এরপর তার শরীরে কিছু কিছু করোনা উপসর্গ থাকায় সরকারি নিয়মনীতি মেনে তার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়।এরপর আজ বিকেলে তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসা চলাকালীন হঠাৎই তার মৃত্যু হয়।কিন্তু ওই ব্যক্তির মৃত্যুর পরে আমাদের কাছে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।তবে ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.