Egra bengali news,purba medinipur news, Bjp tmc clash, latest bengali news, medinipur news
পত্রিকা প্রতিনিধি: খেজুরীর পর এবার বিজেপি- তৃণমূলের সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল এগরা।দুই দলের জোরালো সংঘর্ষে প্রান গেল সেক লিয়াকত (৫৩) নামের এক বিজেপি কর্মীর।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ১ ব্লকের বরিদা গ্রামে।জানা গিয়েছে কিছু অন্য সম্প্রদায়ের মানুষ প্রদীপ জ্বালাতে গিয়েছিল তাদের ধর্মীয় স্থানে। আর ঠিক সেই সময় অতর্কিতভাবে তাদের ওপর লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
আরও পড়ুন- আজকের পত্রিকা- ২২ আগষট ২০২০, বাং- ৫ ভাদ্র ১৪২৭
এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।তড়ছ এই ঘটনায় দুষ্কৃতীরা হামলায় আহত হয়েছেন কয়েকজন মহিলা সহ বেশকিছু বিজেপি কর্মী সমর্থক।তবে এই ঘটনার পর আহত ব্যক্তিদের প্রথমে এগরা সুপার স্পেস্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাদের অবস্থা অবনতি হলে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় এগরা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে মেডিক্যাল কলেজে।এরপর মেদিনীপুর যাওয়ার পথে রাস্তায় দুজনের মধ্যে সেক লিয়াকত নামের এক বিজেপি কর্মীর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলদা হাসপাতালের এক কর্মীর
এবিষয়ে বিজেপি নেতা স্বরূপ দাস বলেন,কিছুদিন আগে বরিদা গ্রামের বেশকিছু সংখ্যালঘু পরিবারের সদস্যরা ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিজেপি দলে যোগদান করে। আর তারপর থেকেই তৃণমূল নেতৃত্বরা সেই ঘটনা সহ্য করতে না পেরে ওই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।এরপর গতকাল মহরমে প্রথম দিনেই অন্য সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালাতে গেলে বিজেপি করার অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা তাদের উপর হঠাৎই হামলা চালায়। এই ঘটনার পর আহত হন বেশি মহিলা সহ প্রায় কুড়ি জন বিজেপি কর্মী সমর্থক।
এবিষয়ে এগরা ১ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সেখ আব্দুর রহিম বলেন,এই ঘটনার সঙ্গে আমাদের কোনো দলীয়কর্মী জড়িত নয়।ভোটের আগে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এমন ঘটনা। জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এমনই ঘটনা।মূলত সংখ্যালঘু ভাইয়েদের কবরস্থানের উপর বিজেপি পার্টি অফিস তৈরি করা হয়েছে।আর সেই পার্টি অফিসকে কেন্দ্র করে বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেছে।এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী বলেন,এই ঘটনার বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।পুরো ঘটনাটির তদন্ত করেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।তবে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
6 comments
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত… […]
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহ… […]
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহ… […]
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহ… […]
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহ… […]
[…] আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহ… […]
Comments are closed.