Home » উত্তরণের পথ

উত্তরণের পথ

by Biplabi Sabyasachi
0 comments

৩২তম বর্ষ, ২৯৭ সংখ্যা, ২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

কোভিড-১৯ এর গ্রামে বিপন্ন ভারতবাসী জান ও জাহান। এক ভয়ঙ্কর পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছি আমরা। এত বিজ্ঞান এত প্রযুক্তি, এত গবেষণা, মানব কল্যাণে এতসব পরিকল্পনা সত্ত্বেও মহামারির কবলে আজ হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে। গোটা বিশ্বে এর সংখ্যা লক্ষ লক্ষ। গোটা মানবসমাজ আজ জীবনসঙ্কুল অবস্থায়, আর রুটি-রুজি হারিয়ে কোটি কোটি মানুষ আজ পথে বসেছে। করোনার মৃত্যু, অনাহারক্লিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান। দারিদ্র ও কর্মহীনতায় চরম দুর্ভোগে খাবি খাচ্ছে আজস্র মানুষ। পরিস্থিতি যে কতখানি গভীর এবং সামনে যে ভয়াবহ পরিস্থিতির অশনি সংকেত, তা ভাবলেও সিউলে উঠতে হয়। বিভিন্ন সমীক্ষায় প্রকাশ পাচ্ছে এই করুণতর অবস্থার চিত্র। দেশে গত এক মাসে করোনার লকডাউনের কারণে আজ কাজ হারিয়েছেন কম করেও ১২ কোটির উপর মানুষ। এমনকি চলতি বছরে চরম দারিদ্রের মুখে পড়তে চলেছেন প্রায় ৫ কোটি প্রান্তিক মানুষ। আবার ইউনাইটেড নেশন ইউনিভার্সিটির এক সমীক্ষা জানাচ্ছে ভারতে এখন প্রায় ৬০ শতাংশ অর্থাৎ ৮১ কোটি ২০ লক্ষ মানুষ দারিদ্র সীমানার নীচে বসবার করেন, কিন্তু লকডাউনে কাজ হারিয়ে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াতে চলেছে প্রায় ৯২ কোটি। সুতরাং ভয়াবহ পরিস্থতির শিকার আমরা। সবচেয়ে যেটা বড় কথা সব দেশেরই উন্নয়নের প্রধান মেরুদণ্ড যেখানে বলিষ্ঠ অর্থনীতি, ভারত সেখানেও যে ছিল ক্রমশ নীচের দিকে নেমে যেতে বসেছে। বিভিন্ন সংস্থা শুনিয়েছে, সামনের আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার শূন্যে নেমে যেতে পারে। বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে ভারতের যখন আর্থিক বৃদ্ধি উপরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল তাতে জল ঢেলে দিয়েছে লকডাউন। সুতরাং বোঝাই যাচ্ছে দেশের পরিস্থিতি কত সংকট জোঁক এখনই। করোনার আগ্রাসন যেভাবে এগিয়ে চলেছে তা কোথায় শেষ হবে তা কারোরই জানা নেই। এমতাবস্থায় দেশের সরকারের গুরুদায়িত্ব যে কতখানি তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সরকারের উচিত সমস্তরকম রাজনীতি ভুলে সমস্ত রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে পরিস্থতির উন্নয়ন ঘটাতে উদ্যোগী হওয়া। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্য দুর্বল হলে কেন্দ্রও দুর্বল হয়ে পড়তে বাধ্য। সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, কে এম বিজয়নরা যা বারবার বলে চলেছেন। সব রাজ্যের আর্থিক সমস্যা মিটিয়ে সবাইকে নিয়ে এই গভীর সংকট থেকে উত্তরণের পথ খুঁজুক নরেন্দ্র মোদী সরকার। নচেৎ সমূহ বিপদ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.