Suvendu Adhikari : মেদিনীপুর শহরে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে সোমবার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠান শিক্ষক দিবসের হলেও বিজেপির শিক্ষক সংগঠনের সামনে কার্যত রাজ্য সরকারের দুর্নীতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে সোমবার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠান শিক্ষক দিবসের হলেও বিজেপির শিক্ষক সংগঠনের সামনে কার্যত রাজ্য সরকারের দুর্নীতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন : মানবিক মুখ পশ্চিম মেদিনীপুরের যুবকের! ফিরিয়ে দিলেন সোনার গয়না, অর্থ সমেত যাত্রীর ব্যাগ
আরও পড়ুন : মেদিনীপুরে প্লাটফর্মের সিঁড়িতে সন্তান প্রসব মহিলার, দ্রুত হাসপাতালে নিয়ে গেল আরপিএফ
মুখ্যমন্ত্রীর শিক্ষক দিবসের অনুষ্ঠানে করা মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নৈতিক চরিত্র গঠনের পরামর্শ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “উনি আগে ওনার মন্ত্রীদের চরিত্র তৈরি করুক। সুলতানদের মতো যাদের বান্ধবী৷” সেই সাথে আগের শিক্ষামন্ত্রী নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা বলেন, “আগের শিক্ষামন্ত্রী ওনার মন্ত্রিসভার দ্বিতীয় লোক, দলের মহাসচিব ছিলেন। ভোটের সময় বলেন ২৯৪ এ আমিই প্রার্থী, বেকায়দায় পড়লে বলে ও করেছে আমি না।”
Mamata Banerjee
আরও পড়ুন : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা?” দাসপুরের সভায় অভিষেক ব্যানার্জীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
বিজেপি শিক্ষক সংগঠনের শিক্ষকদের সামনে বক্তব্যে তিনি বলেন, “সিলেবাসে আকাশকে লেখা আছে আসমান, জলকে লেখা আছে পানি, মা কে লেখা আছে আম্মা, বাবাকে লেখা আছে আব্বা, এই জিনিস থাকবে না বেশিদিন। রাষ্ট্রবাদী চেতনা জাগ্রত হবেই। গুজরাটে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ গীতা পড়ানো হয় বিদ্যালয়ে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে অন্তর্নিহিত জ্ঞানের পূর্ণতা প্রাপ্তি হতে পারে না। গীতাকেও সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
Suvendu Adhikari
পশ্চিমবাংলায় অষ্টম শ্রেণীর পাঠ্যবইতে একটা পাতায় দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। শিক্ষকরা এই পাতাটা বাদ দিয়ে দেবেন। দয়া করে পড়াবেন না। শিক্ষকের অনুরোধ করব আপনারা মেরুদন্ড সোজা রেখে চলুন। নিজের পছন্দের রাজনৈতিক মতামত দেওয়ার অধিকার ডক্টর ভিমরাও আম্বেদকর সংবিধানে দিয়ে গেছেন। যদি জোর করে বদলি করতে যায়, মনে রাখবেন ডায়মন্ড হারবারের কৃষ্ণা বৈদ্য প্রমাণ করে দিয়েছেন উচ্চ আদালতে মামলা করে যে সবাই মাথা বিক্রি করে না।”
আরও পড়ুন : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : মানবিক মুখ পশ্চিম মেদিনীপুরের যুবকের! ফিরিয়ে দিলেন সোনার গয়না, অর্থ সমেত যাত্রীর ব্যাগ
মুখ্যমন্ত্রীর নৈতিক চরিত্র গঠনের পরামর্শ বিষয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “কার মতো চরিত্র হবে পার্থর মত? সুলতানদের মত বান্ধবী। উনি আগে ওনার যারা পার্শ্বদ আছে সেই মন্ত্রীদের চরিত্র তৈরি করুন। ওনার এক মন্ত্রী কিছুদিন আগে মন্ত্রিসভা ছেড়ে দিয়েছেন তবুও বান্ধবীকে ছাড়তে পারেননি।”
আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ
শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি শিক্ষকের ডিএ প্রসঙ্গ উস্কে বলেন, “মেধা যুক্তরা রাস্তায় বসে রয়েছে, বাকি শিক্ষকরা কেউ ডিএ পায়নি। খড়্গপুরে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, তার শিক্ষক শিক্ষিকা কর্মীরা কি হারে ডিএ পাচ্ছে দেখুন। শিক্ষক শিক্ষাকর্মীদের বলবো বদলির ভয় আর করবেন না। বিচারব্যবস্থা আপনাদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। এবার আপনারা রাস্তায় নামুন।”
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper