ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত এক সপ্তাহ ধরে চলছিল পুকুর খননের কাজ। মাঝে পুকুরে জল থাকায় কিছুদিন কাজ বন্ধ ছিল। পুনরায় শনিবার সকাল থেকে মাটি কাটার কাজ শুরু হয় মেশিন দিয়ে। আর সেই সময় সন্ধ্যা বেলায় মাটি কাটতে গিয়ে উঠে এলো কাঠের এক মূর্তি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুতুরিয়া গ্রামে। স্থানীয়দের দাবি এটা কোন দেবদেবীর মূর্তি হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ স্থানীয়রা জানান, পুলিশ সেটিকে নিয়ে যেতে চাইছিল, আমরা নিতে দেইনি। আমরা জানিয়েছি এটা কোন ধাতুর মূর্তি নয়। ফলে আমরা এটিকে আমাদের মন্দিরে রেখে পুজো করবো। মূর্তিটি ওখান থেকে খোল করতাল সহকারে মন্দিরে নিয়ে আসে। পুলিশ থেকে গ্রামবাসী সবাই প্রণাম করতে শুরু করেন।
Wooden Idol
আরও পড়ুন : জেলা জুড়ে ঈদের নামাজ, মসজিদে ও ঈদগায় ফুলের তোড়া নিয়ে হাজির হলেন পুলিশ কর্তা থেকে জনপ্রতিনিধিরা
স্থানীয় বাসিন্দা সাগর দাস বলেন, “গ্রামের এই জায়গাটি এক ব্যক্তি কিনেছেন। তিনি পুকুর খননের কাজ শুরু করেছিলেন এক সপ্তাহ ধরে। এদিন সন্ধ্যাবেলায় মাটি কাটতে গিয়ে এই কাঠের মূর্তিটি বেরিয়ে আসে। সঙ্গে আরও একটি মূর্তি ছিল সেটাও মাটির নিচে রয়েছে। মূর্তিটি আমরা মন্দিরে রেখে পুজো করব।” পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “গ্রামবাসীরা নিয়ে যেতে চাইলে নিতে পারেন। পুলিশের কোনো আপত্তি নেই।”
আরও পড়ুন : হাতির হানা রুখতে ও ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন
আরও পড়ুন : বারবার বাধা পেয়ে কমছে শিকারি, বাড়ছে জমায়েত স্থানে আনন্দ উপভোগের সংখ্যা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Wooden Idol
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper