পত্রিকা প্রতিনিধি: দুর্গা পুজো নিয়ে সোমবার আদালতের রায় নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হচ্ছে দুর্গা পুজো কমিটিগুলোকে। আদালতের রায়ে বলা হয়েছে সমস্ত পুজো মন্ডপ নো-এন্ট্রি জোন, সেখানে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। সেই ব্যারিকেডের বাইরে থেকে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে হবে সকলকে ব্যারিকেডের ভিতরে পুজো কমিটির কয়েকজন এবং পুরোহিত ঢাকিরা থাকতে পারবেন একমাত্র পুজোর প্রয়োজনে । Durgapujo, Durgapujo, Durgapujo, durga puja pandals west bengal to be no entry zones calcutta high court, Medinipur Durgapujo
আরো পড়ুন- মোহনপুরে দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে তৃণমূল নেতৃত্বকে মারধর
ব্যারিকেডের ভিতরে কারা কারা থাকবেন তাদের তালিকা তৈরি করে মণ্ডপের বাইরে টাকাতে হবে আদালতের এই নির্দেশ কতটা মানা হচ্ছে তার রিপোর্ট পাঁচ নভেম্বরের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে । যদিও আদালতের এই নির্দেশ কার্যকর করতে মেদিনীপুর জেলার অনেক পুজো কমিটিই চিন্তায় পড়েছেন বিশেষত যাঁদের পুজো মণ্ডপ একেবারে রাস্তার পাশে । সেক্ষেত্রে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে না পারলে রাস্তায় দাঁড়িয়েই প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে হবে এতে রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক পুজো কমিটির প্রতিমা থাকে নির্দিষ্ট মন্দির এবং মন্দিরের বাইরে প্যান্ডেল করা হয় । এ ক্ষেত্রে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে না পারলে বহু দূর থেকে প্রতিমা দর্শন করতে হবে এতে দর্শনার্থীদের সমস্যা হতে পারে। আদালতের এই রায় সকল পুজো কমিটি মেনে চলবে বলেও রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সকলেই বলেছেন করণ পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে আদালতের এই রায় বাস্তবোচিত ।
তবে আরও আগে এই রায় পাওয়া গেলে সেই মতো মণ্ডপ নির্মাণ করা যেত শহরের অনেক মণ্ডপ তিন দিক খোলা হলেও এমনভাবে তৈরি যেখানে মণ্ডপে না ঢুকলে প্রতিমা ভালোভাবে দর্শন করা যাবে না । সে ক্ষেত্রে উদ্যোক্তাদের একটু মন খারাপ শহরের রাঙামাটি পুজো কমিটির রূপক মণ্ডল সুশান্ত ঘোষ বলেন কোরো না অতি মারিতে আদালতের এই রায় খুবই ভালো স্বাস্থ্যবিধি মেনেই আমাদের পুজো হবে । রবীন্দ্রনগরে পুজো কমিটির সম্পাদক শুভজিত্ মণ্ডল বলেন আদালতের রায়কে স্বাগত করোনা অতি মার থেকে রেহাই পেতে সকল দর্শনার্থী ও যেন সচেতন হন তবেই উদ্দেশ্য সফল হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi