0
পত্রিকা প্রতিনিধি: পুলিশি সাফল্য।বেলদাতে জালনোট পাচার করার সময় গ্রেপ্তার ২।গোপন সুত্রে খবর পেয়ে বেলদা থানার পুলিশ তল্লাশি চালিয়ে বেলদা থানার সাবড়া এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারী কে গ্রেপ্তার করে পুলিশ।সুত্র মারফত জানা গিয়েছে দুইজনই জেলার বাসিন্দা।মঙ্গলবার তাদের আদালতে পেশ করবে পুলিশ।সবগুলো পাঁচশো টাকার নোট। আরও অনেকেই এই জাল নোট চক্রে যুক্ত বলে জানতে পারছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ চালাচ্ছে।বাকি কারা যুক্ত এই জাল নোট চক্রে তদন্তে পুলিশ।