ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পেশায় চিকিৎসক । রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটির কোয়ার্টারে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিসের। শোকস্তব্ধ রেল শহরের চিকিৎসক মহল। তরুনী স্বাগত ভট্টাচার্য (৩৬) খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক।
মা কে নিয়ে খড়্গপুর আইআইটির কোয়ার্টারেই থাকতেন তিনি। বুধবার সকালে কোয়ার্টার থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। জানা গিয়েছে,স্বাগতার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। বাবা ভবানী ভট্টাচার্যও পেশায় চিকিৎসক। মাস কয়েক ধরেই স্বাগতা ভুগছিলেন মানসিক অবসাদে। তবে কী কারণে অবসাদ তা এখনও স্পষ্ট নয়। মাস কয়েক ধরে প্রেমবাজারে আইআইটির আবাসনেই মা কে নিয়ে থাকছিলেন তিনি।
বুধবার সকালে তরুণী এই চিকিৎসকের মা বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকির পরেও সাড়া না মেলায় খবর দেন প্রতিবেশীদের। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশের কাছেও। পুলিশ এসে BR 9 নম্বর কোয়ার্টার থেকে উদ্ধার করে তার ঝুলন্ত দেহ।
দেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । অন্যদিকে স্বাগতা সম্পর্কে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নি। ইতিমধ্যেই খড়্গপুর হাসপাতালে এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী। “এই ঘটনা আমার কাছে অত্যন্ত বেদনার”, দাবি মন্ত্রী সৌমেন মহাপাত্রের। ঘটনার পর শোকস্তব্ধ খড়্গপুরের চিকিৎসক মহল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur IIT
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore