পত্রিকা প্রতিনিধি : করোণা আবহে দুর্গাপুজোর রেস স্বাভাবিকভাবেই এই বছর কিছুটা হলেও কম, মানুষ আতঙ্কের কারণে বাড়ি থেকে বেরোতে চায় না কিন্তু তা বলে কি দূর্গা পুজা থেমে থাকে?গত বছরের মতো জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার না হলেও ছোট করে দুর্গাপূজা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনেই হবে এই পুজো, এই বছর দুর্গাপুজোর উদ্বোধনে ভার্চুয়াল ভাবে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। Durgapuja, Durgapuja, Durgapuja, Mamata Banerjee, paschim Medinipur Durgapuja, Purba Medinipur Durgapuja, Virtula inauguration of Durgapuja
আরো পড়ুন- আজকের পত্রিকা ১৬ অক্টোবর ২০২০, বাং- ২৯ আশ্বিন ১৪২৭
পূর্ব মেদিনীপুর জেলার আটটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পাঁশকুড়া ব্লক এ সর্বমোট ৭৪টি দুর্গাপূজা হয় ,এই ৭৪ টি পূজা কমিটির মধ্যে থেকে এবছর নিজের হাতে উদ্বোধনের জন্য বেছে নিলেন প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে।এই ভাচুয়াল সভাকে সমর্থন জানিয়ে প্রতাপপুর সার্বজনীন দূগোৎসব কমিটিতে যোগদান করেন প্রশাশনীক কর্তারা।
উপস্থিত ছিলেন ডি এস পি হেটকোয়াটার,তমলুক মহকুমা শাষক কৌশিকব্রত দে,পাঁশকুড়া বিডিও ধেনধূপ ভূটিয়া,পাঁশকুড়া ওসি অজয় কুমার মিশ্র,সহ অনান্য প্রশাসনিক কর্তারা।প্রতাপপুর সার্বজনীন পূজা কমিটিতে সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ,তিনি জানান যে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই পুজো উদ্বোধন করবেন, যা তার কাছে একটি বড় পাওয়া এবং পাঁশকুড়া বাসীদের কাছই একটি অত্যন্ত খুশির খবর।পাঁশকুড়ার এতগুলো পুজো কমিটির মধ্যে তাদের পুজো মুখ্যমন্ত্রী নিজে হাতে উদ্বোধন করবেন, যা অত্যন্ত গর্বের বিষয়।
অপরদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বোল আর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল মাতৃ আরাধনা। করোনা আতঙ্ককে সঙ্গে নিয়েই শারদোৎসবে ব্রতী হলেন এ জেলার মানুষজন। বৃহস্পতিবার শহরের দুটি পুজো সহ পশ্চিম মেদিনীপুর জেলার নথি পুজোর নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দক্ষিণবঙ্গের ১২ টি জেলার ১১৬ টি পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল উদ্বোধন হলেও বিভিন্ন পুজো মণ্ডপে আয়োজন আন্তরিকতা ও উত্সাহের বিন্দুমাত্র খামতি ছিল না ।
শহরের রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের সময় প্রদীপ প্রজ্বলন করেন জেলাশাসক রশ্মি কমল, এছাড়াও ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার, অজিত মাইতি উত্তরা সিংহ হাজরা প্রণব বসু সহ পুজো কমিটির সম্পাদক শুভজিৎ মণ্ডল ও কমিটির সমস্ত সদস্য । এছাড়াও ছোট বাজার সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিধায়ক আশিস চক্রবর্তী ,কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পুজো কমিটির অরুণ চৌধুরী প্রমুখ। মুখ্যমন্ত্রী একে একে সব পুজো কমিটির নাম ,কর্মকর্তাদের নাম অতিথিদের নাম বলেন প্রত্যেকের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন সকলে যেন করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে উত্সবে মাতেন পুজো কমিটিগুলো কেউ এ বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। এ দিন জেলার অন্য যে সব পুজোর উদ্বোধন হয় সেগুলি হল খড়্গপুরের বাবু লাইন সর্বজনীন দুর্গোৎসব, অভিযাত্রী ক্লাব, মালঞ্চর আদি দুর্গোৎসব, নেতাজি ব্যায়ামাগার ক্লাব, সবুজ সংঘ ক্লাব, মৈত্রী সুপার সঙ্ঘ ক্লাব এবং ঘাটালের ন্যাশনাল বয়েজ ক্লাব। পুজো উদ্বোধনের পরেই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi