Home » নিম্ম মানের ছোলা দেওয়ায় পাঁশকুড়ায় সিল করা হল কিষানমান্ডি গোডাউন

নিম্ম মানের ছোলা দেওয়ায় পাঁশকুড়ায় সিল করা হল কিষানমান্ডি গোডাউন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : দিনের পর দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেশন ও মিড ডে মিলের কারচুপির অভিযোগ উঠে আসে।ইতিমধ্যে রেশনদোকান থেকে খাওয়ার মতো অনুপযোগী ছোলা দেওয়ার অভিযোগ ওঠে। ছোলাতে পোকা সহ শ্যাওলা জাতীয় কালো আস্তরন পড়া ছোলা দেওয়া হচ্ছে। যা মানুষের খাওয়ার মতো উপযুক্ত নয়। এমন অভিযোগ পাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান সরজমিনে মঙ্গলবার দুপুরে মেছেদার সরকারি একটি রেশন ডিলারের কাছে যান।সেখানে গিয়ে দেখেন নিম্ম মানের ছোলা দেওয়া হচ্ছে। Panskura, Panskura, Panskura, purba medinipur news, latest bengali news, bengal news, biplabi sabyasachi news

আরো পড়ুন- করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি

নিম্ম মানের ছোলা দেওয়ায় পাঁশকুড়ায় সিল করা হল কিষানমান্ডি গোডাউন

এমন পরিস্থিতিতে রেশন ডিলার বলেন ওই ছোলা এম আর ডিলারের কাছ থেকে তাঁরা পেয়েছেন। সেকারনে খারাপ ছোলা দিতে বাধ্য হচ্ছে।সিপাজবাবু ফোনে জানার চেষ্টা করেন এই ছোলা কোথা হতে তাঁরা পেয়েছেন। ডিলার জানান এই ছোলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মূল কিষান মান্ডী গোডাউন থেকে তাঁরা পাচ্ছেন। খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেই পাঁশকুড়ার কৃষানমান্ডি গোডাউনে হানা দেয়। সেখানে গিয়ে দেখেন একই অবস্থা ছোলার। সিরাজবাবু পুলিশ এবং জেলা খাদ্য দপ্তরের অফিসারদের সামনে ওই গোডাউনটি সিল করে দেন। তিনি বলেন পূর্ব মেদিনীপুরে এই নিম্ম মানের ছোলা আর দেওয়া যাবে না। নতুন ভাবে ফ্রেশ ছোলার ব্যবস্থা করতে হবে। এই নিম্মমানের ছোলা মিডডেমিলে ছাত্রদেরও দেওয়া হয়। যার ফলে নানান অভিযোগ উঠে আসছিল এতদিন। ইতিমধ্যে সিরাজবাবু পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, জেলা পরিষদের সভাপতি সহ পাঁশকুড়ার বিডিওকে জানান।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.