পত্রিকা প্রতিনিধি: শারদ উৎসব বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ নান্দনিক করে তোলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কে কেন্দ্র করে যে সৃজনশীলতা এবং নন্দনতত্ত্বের উপস্থাপনা থাকে। বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যে বিশ্ববাসীর কাছে বাঙালির আভিজাত্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াস হিসেবে ব্যাখ্যা করা যায়। পশ্চিমবঙ্গ সরকার আপামর জনসাধারণের অংশগ্রহণের মর্যাদা শারোদৎসব কে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নিয়ে বিগত ২০১৩ সাল থেকে দূর্গা পূজার সেরা সম্মান, শারদ সম্মান পুরস্কার প্রবর্তন করেছেন। sarad samman, sarad samman, sarad samman, biswa bangla, paschim Medinipur Durgapuja
আরো পড়ুন- পূর্ব মেদিনীপুরের শারদ সম্মান ঘোষণা করলেন জেলাশাসক পার্থ ঘোষ
বিশ্ব বাংলা শারদ সম্মানে জেলার সেরা পুজোর সম্মান পেয়েছে মেদিনীপুর মহকুমার সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ঘাটাল মহকুমার কলাইকুন্ডা চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং খড়্গপুর মহকুমার সাউথ ডেভেলাপমেন্ট দুর্গাপুজো কমিটি। সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে মেদিনীপুর শহরের বিবিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ঘাটালের ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং খড়্গপুর মহকুমার তালবাগিচা নেতাজী ব্যায়ামাগার ক্লাব। সেরা মন্ডপের পুরস্কার পেয়েছে মেদিনীপুর মহকুমার আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং ঘাটাল মহকুমার মানিক কুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং খড়্গপুর মহকুমার ঝুলি দুর্গাপুজা কমিটি।
এবার সেরা কোভিড সচেতনতা পুজোর পুরস্কার দেওয়া হয়েছে। তাতে পুরস্কার পেয়েছে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এবং খড়্গপুর মহকুমার তালবাগিচার সবুজ সংঘ ক্লাব। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে শারদ সম্মানের পুরস্কার ঘোষণা করেন জেলা শাসক রশ্মি কমল,উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দফতর আধিকারিক অনন্যা মজুমদার সহ প্রমুখ। পুজোর পর বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi