Home » Caste Certificate : জাতিগত শংসাপত্রের দাবিতে কেশিয়াড়িতে জেলা সম্মেলন বৈগা সমাজের

Caste Certificate : জাতিগত শংসাপত্রের দাবিতে কেশিয়াড়িতে জেলা সম্মেলন বৈগা সমাজের

by Biplabi Sabyasachi
0 comments

Caste Certificate : জাতিগত শংসাপত্রের দাবিতে প্রথম জেলা সম্মেলন করল সারা বাংলা বৈগা সমাজ স্বাধিকার রক্ষা ও উন্নয়ন সমিতি। মঙ্গলবার কেশিয়াড়ির রবীন্দ্রভবনে একাধিক দাবিতে এই সম্মেলন হয়েছে। সংগঠনটি জানাচ্ছে, ১৯৮৪ সাল থেকে তারা জাতিগত শংসাপত্র পাওয়ার আবেদন জানিয়ে আসছেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতিগত শংসাপত্রের দাবিতে প্রথম জেলা সম্মেলন করল সারা বাংলা বৈগা সমাজ স্বাধিকার রক্ষা ও উন্নয়ন সমিতি। মঙ্গলবার কেশিয়াড়ির রবীন্দ্রভবনে একাধিক দাবিতে এই সম্মেলন হয়েছে। সংগঠনটি জানাচ্ছে, ১৯৮৪ সাল থেকে তারা জাতিগত শংসাপত্র পাওয়ার আবেদন জানিয়ে আসছেন।

Caste Certificate
নিজস্ব চিত্র

অবিভক্ত মেদিনীপুর জেলায় অবস্থিত বৈগা সমাজের মানুষদের শংসাপত্র দেওয়ার দাবি তুলেছেন। কিন্তু এখনও তারা সেই শংসাপত্র পাচ্ছেন না। তাদের বক্তব্য, ঝাড়গ্রামের বৈগারা শংসাপত্র পেলেও খড়্গপুর মহকুমা এলাকার বৈগারা তা থেকে বঞ্চিত। তাই তারা যাতে দ্রুত এই শংসাপত্র পেতে পারেন তার নিয়মে সরলীকরণের দাবি তুলেছেন।

আরও পড়ুন : দাঁতনের বিস্ফোরণের ঘটনায় শোরগোল, শুরু রাজনৈতিক চাপানউতোর

Caste Certificate

এছাড়াও তাদের আর্থ সামাজিক দিকের উন্নয়ন গড়ে তোলা, বৈগা সমাজ উন্নয়ন পর্ষদ গড়ে তোলার দাবিও তুলেছে সমিতি। সমিতির জেলা সম্পাদক গৌতম খিলাড়ি বলেন,” আবেদনের মধ্য দিয়ে কাজ না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সম্মেলন থেকে সে কথা জানানো হয়েছে। শংসাপত্র কেন আমরা পাচ্ছি না। নিয়মে সরলীকরণ এনে দ্রুত তা প্রদান করতে হবে।”

আরও পড়ুন : পরিত্যক্ত আবাসনের দখল নিয়ে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের লড়াই, ঐতিহ্য বিনষ্ট! জখম ছাত্ররা 

বৈগা সমাজের এদিনের প্রথম জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মাণ্ডি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী কল্পনা শীট-সহ অন্যরা। অজিত বলেন,” শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত তথ্য-সহ গণ স্বাক্ষর সম্বলিত দাবিপত্র মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে দিলে তা ফলপ্রসূ হতে পারে।”

আরও পড়ুন : শালবনীতে শাল গাছ চুরি করতে এসে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো দুস্কৃতিরা, ফেলে গেল মোবাইল

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Caste Certificate

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.