ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে শালবনী এলাকায় মিছিলে যোগ দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষের হাত ধরে কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেয় বলে দাবী নেতৃত্বের। পাশাপাশি আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যকারিতা নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরের শালবনীর জঙ্গলমহল সংলগ্ন বিভিন্ন গ্রামের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে একাধিক মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে শালবনীর ব্লকের দেউলকুন্ডা থেকে ঢেঙ্গাশোল পর্যন্ত হুডখোলা গাড়ি নিয়ে প্রচার করেন। বিভিন্ন গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করে পরিচিতি করান বিজেপি প্রার্থীর। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ আরজিকর ইস্যুর কথা মনে করে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান দিলীপ ঘোষ। সাংবাদিকদের সামনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় সম্পর্কে তিনি বলেন, “ওনার কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষ কেউই সন্তুষ্ট নয়।
উনাকে তো কেউই বলেছিল না, নিজে থেকে এগিয়ে এসে মামলা নেওয়ার জন্য। কেউ সুপ্রিম কোর্টে যায়নি। মানুষ আন্দোলন করছিল। হাইকোর্টে মামলাটা চলছিল। এখানকার মানুষ তাতেই সন্তুষ্ট ছিল। কিন্তু তাতে উনি নিজে হস্তক্ষেপ করেছিলেন। তাতে ওনার দায়িত্ব বর্তায় বিচার প্রক্রিয়ায় দোষীদের সাজা দেওয়া। কিন্তু উনি অবসর গ্রহণ করলেন। কিন্তু সুপ্রিম কোর্টে বিচার থাকবে। মানুষের এখনো আস্থা আছে, বিচার পাবেন বলে। আমরা এখনো তাকিয়ে রয়েছি। তবে এটা তাড়াতাড়ি হওয়া উচিত।”