বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় রাস্তা উদ্বোধন করতে এসে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্থানীয়দের অভিযোগ, তিনি বক্তব্য দেওয়ার সময় ‘বাপ তুলে’ কথা বলেন, যা নিয়েই শুরু হয় উত্তেজনা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/3. আজ দুপুরে এমপি তহবিলের অর্থে তৈরি রাস্তা উদ্বোধনে যান দিলীপ ঘোষ। তখনই স্থানীয়রা তাঁকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে তিনি ‘বাপ তুলে’ মন্তব্য করেন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এলাকাবাসীর একাংশ দিলীপ ঘোষের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। দুই পক্ষের মধ্যে বচসা চরমে ওঠে, একে অপরের দিকে আঙুল তুলে চলতে থাকে তর্কবিতর্ক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!
আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি
3/3. মহিলারা দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাক্তন বিজেপি সাংসদ এই প্রসঙ্গে বলেন,”আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।” আরও সুর চড়িয়ে বিজেপি সাংসদের হুঙ্কার, “দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। হিম্মত হয় কীভাবে? ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না আর ঘেউ ঘেউ করে।” দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। প্রাক্তন বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দায় সরব রাজ্যের শাসক শিবির।
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Khargpur road inauguration.
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper