Now Digha
আরও পড়ুন ঃ–‘যশ’- এ ব্যপক ক্ষয়ক্ষতি ! প্রধানমন্ত্রীর কাছে ২০ হাজার কোটি টাকার আবেদন মুখ্যমন্ত্রীর
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘যশ’ (Yass) তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্র দিঘা। ফলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে সৈকত শহরে। আর সেই ক্ষয়ক্ষতি নিয়ে দিঘা উন্নয়ন পর্ষদে এক প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই প্রশাসনিক বৈঠক শেষে পায়ে হেঁটে দিঘার সমুদ্র সৈকত ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) ও অন্যান্য আধিকারিকরা।
ঘূর্ণিঝড় যশ বা ইয়াসের (Cyclone Yaas) দাপটের পর কী পরিস্থিতি দিঘার? আর তা মেরামতিতে খরচ কেমন? এনিয়েও আলোচনা করলেন।পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি ।প্রায় এক ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তিনি। পায়ে হেঁটে সৈকতের (Sea beach) বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি। তবে ‘যশ’- এর তান্ডবের পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই তাদের ক্ষয়-ক্ষতির কথা তুলে ধরেন।
তবে এদিন মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে তাঁদের সমস্যার কথা শোনেন। আশ্বাস দেন পাশে থাকার। সেই সঙ্গে প্রত্যেকের পছন্দের পর্যটনক্ষেত্র দিঘার সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। তবে আগামীকাল সৈকত দিঘা ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার খেজরী , নন্দীগ্রাম সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস কতটা কার্যকরী হয় তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। তবে পর্যটন কেন্দ্র ঘোরার সেই উচ্ছ্বাস, সেই আনন্দ কারও চোখেমুখে অবশ্য নেই। শ্রীহীন দিঘার হতশ্রী রূপ দেখে সবাই ভীত। এমনও হয়, অনেকে তা এখনও বিশ্বাস করতে পারছেন না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Now Digha
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore