Home » বড়দিনের প্রাক্কালে নবরূপে সেজে উঠছে দীঘা, তৎপরতা তুঙ্গে

বড়দিনের প্রাক্কালে নবরূপে সেজে উঠছে দীঘা, তৎপরতা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

Digha

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দোরগোড়ায় বড়দিন। ডিসেম্বর মানেই কার্নিভাল। শীতের ঝোড়ো ইনিংসে উৎসবের মেজাজ। আর দেদার ঘুরে বেড়ানো। আলসে শীতের আদরে চেনা সৈকত শহর আরও সুন্দরী। দিঘাজুড়ে উৎসবের মেজাজ। তাই এবার ঘূর্ণিঝড় যশ ধ্বংসাবশেষ সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বড়দিনের প্রাক্কালেই নতুন সাজে সেজে উঠেছে দীঘা। রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের ১৩ কোটি টাকা ব্যয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ) দীঘাকে সাজানোর লক্ষ্যে মোট ৩০টি স্কিম হাতে নিয়েছিল।

আরও পড়ুন:- NAAC এর বিচারে ‘বি ডবল প্লাস’ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

Digha
নিজস্ব চিত্র : বড়দিনের প্রাক্কালে নবরূপে সেজে উঠছে দীঘা

আরও পড়ুন:- শালবনীতে সেতু সারাই না হওয়ায় বিক্ষোভের মুখে বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ

ইতিমধ্যে সেই কাজ প্রায় শেষ। তাছাড়া ওল্ড দীঘার বিশ্ববাংলা-১ ও ২নম্বর উদ্যানে সৌন্দর্যায়নের টানে রোজই প্রি-ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এছাড়াও সি-বিচ বরাবর আলো ও সবক’টি রাস্তাকে ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নবরূপে সেজে ওঠা দীঘার উদ্বোধন করাতে চাইছে জেলা প্রশাসন।আর ঠিক তার আগে ওল্ড দীঘার সৌন্দর্যায়নের বেশকিছু ছবি জেলা প্রশাসন নবান্নে পাঠিয়েছে। ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির শুরুতে মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে যশ পরবর্তী দীঘার পুনর্গঠন ও সৌন্দর্যায়নের কাজের উদ্বোধন করতে পারেন।

Digha

আরও পড়ুন:- সাঁওতালী ভাষা দিবস পালন জেলা জুড়ে

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে সিপিএম কর্মী খুনের ঘটনায় FIR , সিবিআইর জালে ১১ জন তৃণমূল নেতা-কর্মী

একইসঙ্গে স্টেশন লাগোয়া বিলামড়িয়া মৌজায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও সম্ভাবনা রয়েছে। এতদিন দীঘার সৌন্দর্যায়ন ছিল মূলত বিশ্ববাংলা-১ নম্বর পার্ক কেন্দ্রিক। সেখানে সুসজ্জিত গেট, বিশ্ববাংলা গ্লোব, সেলফি জোনের টানে পর্যটকরা ভিড় জমাতেন। ঘাটের অপর প্রান্তে বিশ্ববাংলা-২ নম্বর উদ্যান ততটা নজর কাড়ত না। গত মে মাসে যশ সাইক্লোনে দু’টি উদ্যান ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় দু’টি উদ্যান ঢেলে সাজানোর কাজে হাত লাগায় ডিএসডিএ।

আরও পড়ুন:- মেদিনীপুর সদর ব্লকে শুরু হল জঙ্গলমহল উৎসব

এই মুহূর্তে বিশ্ববাংলা-২নম্বর উদ্যানের সৌন্দর্যায়নের টানে প্রি-ওয়েডিং শ্যুটিং স্পটে পরিণত হয়েছে। সুসজ্জিত গেট দিয়ে ঢুকতে হবে এই পার্কে। সন্ধ্যার পর আলোকসজ্জায় আকর্ষণ কয়েকগুণ বাড়ছে। পার্কে ঢোকার পর দামি টাইলসে মোড়া পথ। সামনে গোলাকার বাগান। সবুজের গালিচা মনপ্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। তারমধ্যে বসার জায়গা রয়েছে। সেখানে তিব্বতীয় পরিবেশ আনা হয়েছে। কিছুটা দূরেই বাড়ির শোকেসে সাজানোর মতো দাবার বোর্ড ও গুটির আদলে মনোমুগ্ধকর ছবি। মাথার উপর হাইমাস্ট লাইট। নির্দিষ্ট দূরত্বে বসেছে সুসজ্জিত আলো।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে‌ গ্রাম পঞ্চায়েতে দুঃসাহসিক চুরি , শুরু রাজনৈতিক চাপানউতর

উদ্যানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য খেলার সামগ্রী। দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘‘আগের শনি এবং রবিবার তিল ধারনের সুযোগ ছিল না। রবিবারও বেশ ভালই ভিড় হয়েছে। বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে কয়েকদিন সমস্ত হোটেলে বুকিং সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী।’’ অপরদিকে এক খেলনা বিক্রেতা অশোক পণ্ডা বলছেন, ‘‘জ়ওয়াদ ঝড়ের সময় বিক্রি একেবারেই ছিল না। তবে গত দু-তিন দিন ধরে প্রচুর পর্যটক এসে কেনাকাটা করছেন।’’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Vidyasagar University

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.