Home » কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতা ! পূর্ব -পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১২৫৬ জন, সুস্থ ১৬১৪

কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতা ! পূর্ব -পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১২৫৬ জন, সুস্থ ১৬১৪

by Biplabi Sabyasachi
0 comments

Causes of infection

আরও পড়ুন ঃ-শ্রমিক দ্বন্দ্বে উৎপাদন ব্যহৃত, সমস্যা হলদিয়া আইওসি-তে

পত্রিকা প্রতিনিধিঃ করোনা ঝড়ে বাংলার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রোজই বেড়ে চলেছে সংক্রমণ। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। গত ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪৮ জন। পাশাপাশি এই ৩ জেলায় সুস্থ হয়েছে ১৭৬১ জন। যার মধ্যে পূর্ব – পশ্চিম মেদিনীপুরে ৪ জনে করোনার মৃত্যু হয়েছে বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

ঠিক কী কারণে সংক্রমণ ফিরে আসতে পারে ?

রোগ প্রতিরোধ শক্তি একটা বড় কারণ হলেও আরও দু’টি সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বার সংক্রমণের ক্ষেত্রে, এমনই মত মেডিসিনের চিকিৎসকরা বলছেন ,
১. কোনও ক্ষেত্রে ভাইরাস তার চরিত্র পরিবর্তন করেছে কি না তা দেখতে হবে। অর্থাৎ স্ট্রেন নতুন কি না এ বিষয়ে ভাবার প্রয়োজন রয়েছে। অ্যান্টিবডি থাকা সত্ত্বেও সে ক্ষেত্রে অন্য অ্যান্টিজেনের প্রবেশ ঘটে এমনটা হতে পারে।

২. অ্যান্টিবডি ৩ মাস মতো নিরাপত্তা দিতে পারে এমনটা মনে করা হচ্ছে। তাই এটাও একটা বড় ফ্যাক্টর। অ্যান্টিবডির মাত্রা কমে গেলে ফের ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে।

৩. এক জন করোনা আক্রান্ত হওয়ার পরে ৬০ দিন পর্যন্ত তাঁর শরীরের ভিতরে সংক্রমণের মৃত কোষ বা ডেড ভাইরাল পার্টিকল থেকে যেতে পারে। আরটিপিসিআরের মতো যন্ত্র এত বেশি ক্ষমতাসম্পন্ন যে, সেই মৃত কোষও ধরা পড়ে যায় কিছু ক্ষেত্রে। সে ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসতেই পারে। কিন্তু সেই থেকে অন্য ব্যক্তির ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বললেই চলে।

যদিও সম্পূর্ণ বিষয়টাই রোগীর স্বাস্থ্যের উপর নির্ভর বলে জানান তারা। ‘ক্লিনিক্যাল কন্ডিশন’ অর্থাৎ রোগীর কো-মর্বিডিটি আছে কি না, রোগ প্রতিরোধের ক্ষমতা কেমন, সার্বিক স্বাস্থ্যের দিকটি সব থেকে জরুরি, তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে, জানান এই চিকিৎসক।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Causes of infection

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.