পত্রিকা প্রতিনিধি :দিলীপ ঘোষের সভার ঠিক পরেই ডেবরা থানার রাধামোহনপুর থেকে গোপনসূত্রে খবর পেয়ে বন্ধুক সহ তিনজন যুবক কে গ্রেপ্তার করল ডেবরা থানার পুলিশ । দিলীপ ঘোষের সাংঘটনিক সভার ঠিক বাইরের একটি চায়ের দোকান থেকেই যুবকদের সন্দেহ থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে । জানা যায় ওই তিনজন যুবকের বাড়ি বেলদাতে। কিন্তু কিভাবে দিলীপ ঘোষ এর সভা চলাকালীন এই অস্ত্র নিয়ে কেনো এসেছিল, কি করতে চাইছিল ধন্ধে রয়েছে ডেবরা থানার পুলিশ। পুলিশ তিনজন যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
যা নিয়ে রাজনৈতিক কৌতুহল শুরু হয়েছে । তৃণমূলের জেলা সভাপতি অসিত মাইতি অভিযোগ করেন কে দিন ধেরে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লেখাচ্ছেন তাই বিজেপির প্রতিহিংসায় তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলা চালাচ্ছেন । আসলে বিজেপিতে এখন গুন্ডা বাহিনী দের দল হয়েছে তাই তারা সন্ত্রাস ছড়াচ্ছে গোটা রাজ্যজুড়ে । এদিকে বিজেপির ঘাটালের জেলার জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, ‘আসলে অজিত মাইতি নিজে একটা গুন্ডা । তৃণমূলের লোকেরাই বন্দুক নিয়ে রাজনীতি করে । বিজেপি কোনদিন বন্দুক নিয়ে রাজনীতি করে না তাদেরই লোক কে বন্দুক দেখিয়ে আটকাতে এসছিল ।’
4