পত্রিকা প্রতিনিধি :রাতের অন্ধকারে এলাকার মাঠে মৃতদেহ পুঁতে ফেলার অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ।রবিবার শহরের তাঁতিগেরিয়া কবর ডাঙ্গার ঘটনা। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে যে মৃতদেহকে পুঁতে দেওয়া হয়েছে তা নিশ্চয়ই আক্রান্তের মৃতদেহ।গ্লাভস, নুনের প্যাকেট , বাস সহ অনেক কিছু পড়ে রয়েছে। সকালবেলায় ওই এলাকায় কুকুরের দল লাশ তোলার জন্য আঁচড়া- আঁচড়ি করতে থাকে ।এলাকাবাসী বীরেন ঘোষ বলেন, এই মাঠটি বাচ্চাদের খেলার মাঠ, তাছাড়া এখানে সকালে বিকেলে লোকজন হাঁটেন। মৃতদেহ পুঁতে ফেলায় আমরা আতঙ্কিত। মৃতদেহ গভীর গর্ত করেও পোঁতা হয়নি। অপর বাসিন্দা রুমা পাত্র বলেন এভাবে মৃতদেহ পুঁতে ফেলায় আমরা আতঙ্কিত। শহরের এত জায়গা থাকতে বাচ্চাদের খেলার মাঠেই মৃতদেহ পোঁতা ঠিক হয়নি । এলাকার লোকজন বললেন, সামনেই কবরস্থান সেখানেও মৃতদেহ পুঁততে পারতো ।এলাকার লোকজন পুলিশকে ফোন করে কিন্তু পুলিশ ব্যস্ততার কারণ দেখিয়ে পুলিশ আসেনি বলে স্থানীয়রা জানালেন ।
3
previous post