0
পত্রিকা প্রতিনিধি : প্রবলবৃষ্টি আর তার সাথে ব্যাপক বজ্রপাত। বাজ পরে সাকরাইলে মৃত্যু এক যুবকের সাথে আহত পুলিশের ৩ কর্মী ।ঘটনা টি ঘটেছে রগড়াতে । সবাইকে ভাঙাগড় হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করা হয় একজন যুবককে । বেলা তিনটা থেকে মুষল ধারে বৃষ্টি শুরু হয় সেই সময় রগড়ায় একটি বাড়িতে দাঁড়িয়ে ছিল ৪ জনেই। হটাৎ ব্রজপাত শুরু হওয়ায় আহত হয় ৪জন ।তড়িঘড়ি তাদেরকে ভাঙাগড় হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মন্টু চৌধুরিকে মৃত বলে ঘোষনা করে বাকিরা চিকিৎসাধীন। এখনো সেই একেই ভাবে জেলায় বৃষ্টি পড়ছে ।অপর দিকে ঝাড়গ্রাম শহরের উপর দিয়ে যাওয়া রাজ্যসড়ক এর বেশ কিছু অংশ জলের তলায় চলে গিয়েছে। শহরের বেশ কিছু দোকান জলমগ্ন হয়ে যায়। নিকাশি ব্যাবস্থা নিয়ে মানুষের অভিযোগ।ঝড়ো হাওয়ায় বেশ কিছু ইলেকট্রিক খুটি উলটে গিয়েছে।