Home » টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র! বুধ-সকালে স্থলে আছড়ে পড়তে পারে ‘যশ’

টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র! বুধ-সকালে স্থলে আছড়ে পড়তে পারে ‘যশ’

by Biplabi Sabyasachi
0 comments

Digha news

আরও পড়ুন ঃ-হঠাৎ পরিস্থিতি বদলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‘যশ’, দীঘায় এল সেনাবাহিনী

পত্রিকা প্রতিনিধিঃ উপকূলবর্তী বহু এলাকায় আমফানের ক্ষত একবছর পরও টাটকা। তার মধ্যে ইয়াস আবার কী তাণ্ডব খেলবে? দুরুদুরু বুকে তারই অপেক্ষা করছে গোটা বাংলা। তবে রাত বাড়ছে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ ( yass) । ফলে উত্তাল হচ্ছে দিঘা সমুদ্র । প্রবল বেগে বইছে ঝড়ো হাওয়া। তবে ঘূর্ণিঝড় ‘যশ’ বুধবার সকালেই আছড়ে পড়ার কথা । কিন্তু এখন থেকেই ফুঁসছে দিঘার সমুদ্র । এর মধ্যে আগামিকাল রয়েছে ভরা কোটাল । সব মিলিয়ে ইয়াসের তাণ্ডব কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভেবেই আশঙ্কায় রাতের ঘুম উড়ছে উপকূলবাসীদের ।গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে । পুরোদমে কাজ করতে শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌ বাহিনী, আধা সেনা । দিঘা থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে । তবে আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে বালেশ্বরের কাছাকাছি এলাকা দিয়ে যাওয়ার কথা ঘূর্ণিঝড়ের। গতবছরের ২০ মে এরাজ্যের ওপর আছড়ে পড়া আমফানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ‘যশ’ ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুরে একই গতিতে ঝড় বইতে পারে। 

আবহাওয়া সূত্রে খবর, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে।   ওই সময় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।  

গতবছরের ২০ মে এরাজ্যের ওপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান।  তার ঝাপটায় তছনছ হয়ে গেছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা।  সে ছিল এক বুধবার। একবছর পর সেই মে মাসের এক বুধবারেই আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.