Home » যশের (Yass) ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল

যশের (Yass) ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল

by Biplabi Sabyasachi
0 comments

yaas help

আরও পড়ুন ঃজেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক ‘মৃণালদার’ প্রয়াণে শোকবিহ্বল সব্যসাচী পরিবার

পত্রিকা প্রতিনিধিঃ- গত ২৬ মে বুধবার ঘূর্ণিঝড় ‘যশ’ (Yass) তান্ডবে তছনছ হয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার দিঘা , শঙ্করপুর , মান্দারমনি  সহ একাধিক উপকূলবর্তী এলাকা ইতিমধ্যেকঙ্কালের চেহারা নিয়েছে । আর পরিস্থিতি সমুদ্র উপকূলের  কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় দল। যে কেন্দ্রীয় দল রাজ্যে আসছে, তার নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এই দলে রয়েছেন কৃষি মন্ত্রক ও খাদ্য মন্ত্রকের প্রতিনিধিরাও। বুধবার তাঁরা দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর। তিন দিনেক সফরে তাঁরা ঘুরে দেখবেন দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ ইয়স বিধ্বস্ত এলাকগুলি। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন আধিকারিকরা। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে। মঙ্গলবার একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁদের।

ফাইল চিত্র

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তাঁরা। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ক্ষয়ক্ষতির যাবতীয় বিবরণ সম্বলিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এসেছেন। তাহলে কী তা যথেষ্ট বলে মনে করছে না কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্য সরকারকে খাটো করে দেখার প্রবণতাই এখানে কাজ করছে বলে মত মমতা সরকারের আধিকারিকদের। তাই কেন্দ্রীয় আধিকারিকদের এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন।

Advertisement
ADVERTISEMENT


রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে গত বছর আমফানের পরেও কেন্দ্রীয় দল রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট তৈরি করে। পুনর্নিমাণ ও ক্ষতির মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকা চাওয়া হয়। জানা গিয়েছে,  কেন্দ্রীয় দলটি দু’ভাগে ভাগ হয়ে  পূর্ব মেদিনীপুরে যাবে। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চায় তারা। তারপর রাজ্যের সঙ্গে কথা বলে দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবেন তাঁরা।এদিকে, রাজ্য সরকার সূত্রে খবর , পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে রামনগর -১/২,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল কোলাঘাট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

yaas help

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.