Home » উমপুনের থেকেও শক্তিশালী,পশ্চিমবঙ্গে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’

উমপুনের থেকেও শক্তিশালী,পশ্চিমবঙ্গে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃ

পত্রিকা প্রতিনিধি: ‘উপপুন’ এর রেশ কাটতে না কাটতেই আবার নতুন এক ঘূর্ণিঝড়ের আবির্ভাব। বঙ্গোপসাগরে যে ঘূর্নিঝড়ের সৃষ্টি হতে চলেছে আই এম ডি আর তার নামকরণ করেছে টাউকটে (cyclone Taukte)। বিশেষ সূত্রের খবর, আগামী ২৯ মার্চ নাগাদ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবতটি সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী ৩-৪ এপ্রিল পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ওই ঘূর্ণিঝড়টি। উমপুনের থেকেও শক্তিশালী হতে পারে ‘টাউকটে’ (Taukte)। ১৬০কিমি থেকে ১৮০ কিমি প্রতি ঘন্টা বেগে বইতে পারে এই ঘূর্ণিঝড়।


ভারত মহাসাগরে কোনো ঘূর্ণিঝড় সংঘটিত হলে নামকরণ করে বিশ্বের তেরো টি দেশ উত্তর ভারতের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্বে পঁচানব্বই থেকে এক শত ডিগ্রি পূর্বে অবস্থিত ঘূর্ণিঝড়ের নামকরণ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমইডি ।১৩ টি দেশের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে যেমন ভারত,ইরান, কাতার, ওমান, সৌদি আরব, পাকিস্তান, মায়ানমার, আরব আমিরশাহী, মলদ্বীপ থাইল্যান্ড, ইয়েমেন।ঘুর্ণিঝড়ের আশঙ্কার সঙ্গে সঙ্গেই নামকরণ করা হয়েছে তাও কোর্টের পরেও বেশ কিছু ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেগুলি হল জাওয়াদ, শাহীন অশনি, মোচা, ম্যানডৌস, গুলাব, যাস প্রভৃতি ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.