Home » Cyclone Dana Update : ধেয়ে আসছে  “ দানা ”, দীঘা – মন্দারমনিতে হোটেল ছাড়ছেন পর্যটকরা

Cyclone Dana Update : ধেয়ে আসছে  “ দানা ”, দীঘা – মন্দারমনিতে হোটেল ছাড়ছেন পর্যটকরা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে চলেছে সাইক্লোন দানার। পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রাজ্যের একাধিক জেলায় প্রভাব পড়তে চলেছে সাইক্লোন দানা-র। এই জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

Cyclone Dana Update
নিজস্ব চিত্র

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বিপদ এড়াতে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় (দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমনি) এলাকায় ২৩-২৫ অক্টোবর পর্যন্ত নতুন করে হোটেলে বুকিং নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর প্রশাসন। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী কাঁচা বাড়ি, বিপজ্জনক কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপড়ে পড়তে পারে গাছ। দানা-র মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস।

Cyclone Dana Update

আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

Cyclone Dana Update
নিজস্ব চিত্র

আর এদিকে ঘূর্ণিঝড় আসার আগেই ভেঙে গেল বিস্তীর্ণ নদীবাঁধ। আর এই অবস্থায় প্রশাসনের তৎপরতায় কোনওক্রমে অস্থায়ী ভাবে বাঁধকে মেরামত করে রাখা হয়েছে। তবে এই বাঁধ কি আদৌ প্রতিহত করতে পারবে ‘দানা’র ভয়াবহ হামলা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে এলাকাবাসীদের অপেক্ষাকৃত সুরক্ষিত স্থানে চলে যাওয়ার জন্য বারেবারে মাইক প্রচার চালানো হচ্ছে। এর জেরে আশংকার প্রহর গুনছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকার বাসিন্দারা।

নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁশকুড়ায় যে সময় বন্যা হয় সেই সময় জলের তোড়ে মহিষাদলের অমৃতবেড়িয়ায় রূপনারায়ন নদীর পাড়ের বেশ খানিকটা ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ছুটে যান স্থানীয় বিধায়ক থেকে জেলা শাসক। পরে সেচ মন্ত্রী মানস ভূঁইয়াও এলাকা পরিদর্শনে আসেন। এরপরেই অত্যন্ত দ্রুততার সঙ্গে সেচ দপ্তর বাঁধটি অস্থায়ী ভাবে মেরামত করে। তবে সেই বাঁধের অবস্থা এখন অত্যন্ত খারাপ। ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে নদীর জল ফুলে উঠলে এই বাঁধ তা আদৌ ঠেকাতে পারবে কিনা এই নিয়েই সংশয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

ইতিমধ্যে বৃহস্পতিবার নন্দকুমার ব্লকের তরফে এই নদীবাঁধের আশেপাশের এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বারেবারে মাইক প্রচার চালানো হচ্ছে। শুধু অমৃতবেড়িয়া নয়, রূপনারায়নের পাড়ে থাকা বাসিন্দাদের জন্যই এই সতর্কবার্তা জারি করা হচ্ছে। কোনও কারনে নদীর জল চরম বিপদসীমা অতিক্রম করলে বড়সড় ক্ষয়ক্ষতি যাতে না হয় তারজন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাবাসীদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হচ্ছে।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Cyclone Dana Update

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.