পত্রিকা প্রতিনিধি : ‘উমপুন’ ঘূর্ণিঝড়ে বাড়ির ছাদে মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা সংলগ্ন এলাকায়।একটি বসত বাড়ির ছাদের উপর আমফান ঝড়ে পর বাড়ির উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের ইলেকট্রিকের তার ঝুলে থাকে।মঙ্গলবার ঐ বাড়ির ছাদে এক রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানবশত ঝুলে থাকা ইলেকট্রিকের তারে গায়ে লেগে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল ৩৬ বছরের নূর মোহাম্মদ নামে এক রাজমিস্ত্রির শ্রমিকের। মৃত শ্রমিকের বাড়ি তমলুক থানার ধলহরা গ্রামের। মেচেদা শান্তিপুরে শ্বশুর বাড়ি থেকে যাতায়াত করতে ওই শ্রমিক। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশের এসে মৃতদেহ নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, ‘ঘূর্ণিঝড় অনেকদিন আগে হয়েছে , কিন্তু তা সত্ত্বেও বাড়ির লোকেরা তা লক্ষ করেননি কেন? বাড়ির মালিক এর অসাবধানতায় প্রাণ গেল দিন দিন মজুরের।’ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনার তদন্ত করছে কোলাঘাট থানার পুলিশ।
0
previous post