ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত চার দিন আগে শিলাবতী নদীর জোয়ারের জলে এসেছিল বিশাল এক ডলফিন। জল কমে গেলে শিলাবতীতে রঘুনাথপুর এলাকায় আটকে ছিল ওই ডলফিনটি। সেটি পরের জোয়ারে চলে যাবে বলে মনে করলেও চার দিন ধরে যেতে পারেনি। অবশেষে মহকুমা শাসকের উদ্যোগে বনদপ্তর ও দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় গ্রামবাসীদের নিয়ে উদ্ধার করা হলো ডলফিনটিকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বিশেষ গাড়িতে নিয়ে যাওয়া হল কোলাঘাটের উদ্দেশ্যে। স্থানীয়দের দাবি, প্রায় চারদিন ধরে ওই ডলফিনটি শিলাবতীর অল্প জলে ঘোরাফেরা করছিল। তা দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেটি ডলফিন না অন্য কিছু কৌতূহল তৈরি হয়েছিল। বনদপ্তর সহ প্রশাসন পরে বুঝতে পেরেছিল সেটি ডলফিন। তারা ভেবেছিলেন পরবর্তী জোয়ারে হয়তো চলে যাবে। কিন্তু দাসপুরের রঘুনাথপুর এলাকায় সেটি আটকে ছিল। এরপর প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় শুক্রবার।
Dolphin Rescue
এদিন প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় দাসপুরের রঘুনাথপুর সীতাকুণ্ডু এলাকার শিলাবতীর নদীতে গ্রামবাসীদের নিয়ে ডলফিনটিকে জালে ধরা হয়। প্রায় ৭ ফুট এবং ৬০ কেজি ওজনের বৃহদাকার ডলফিনটি গ্রামবাসীদের নিয়ে উদ্ধার করে বনদপ্তর। ঘাটাল ফরেস্ট রেঞ্জার অসিত বরন মুখোপাধ্যায়, বন্যপ্রাণী রেসকিউ টিমের তরফে মলয় ঘোষ পাশাপাশি বনদপ্তরের আরও একাধিক কর্মীর সাথে প্রায় ৩০ জন গ্রামবাসী এই ডলফিন ধরতে শিলাবতীর জলে নামে। দীর্ঘ চেষ্টার পর তাকে ধরা যায়। পরে ঘাটাল ফায়ার ব্রিগেডের তরফে বিশেষ জল ভর্তি গাড়ি আনা হয়।
আরও পড়ুন : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি- ঝোড়ো হাওয়া! স্বস্তির বৃষ্টিতে ভিজল মেদিনীপুর সহ জেলার একাধিক জায়গা
সেই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় কোলাঘাটে।সেখানেই রূপনারায়ন নদীতে ছাড়া হবে। রেঞ্জার অসিত মুখোপাধ্যায় জানান, “আমরা চেয়েছিলাম ওই ডলফিনটি যেভাবে জোয়ারের জলে নদীর মধ্যে এসে পড়েছিল, সেভাবেই আবার জোয়ারের জলে নদীর গভীরে ফিরে যাক। কিন্তু প্রায় ৪ দিন ধরে ডলফিনটি একই জায়গায় থাকার ফলে ঝুঁকি নিয়ে উদ্ধার করে দূরে নিয়ে যেতে হচ্ছে।” তবে ডলফিন উদ্ধার দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে হাজির ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর পাশাপাশি দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন : বনধ-এ ‘দাদাগিরি’! মেদিনীপুর সদরে বন্ধ করা হলো বিদ্যালয়, প্রার্থনা করেও বেরিয়ে যেতে হলো ছাত্র-ছাত্রীদের
আরও পড়ুন : গুড়গুড়িপালে বজ্রপাতে পুড়ে ছাই মাঠে রাখা পাকা ধান
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dolphin Rescue
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper