পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট করোনায় আক্রান্ত২৬০ জন। রেলশহর খড়্গপুরে রয়েছেন ৪৬ জন, এর মধ্যে ১৩ জনের রিপোর্ট আর.টি.পি.সি.আর পরীক্ষায় পজিটিভ এসেছে। coronavirus kgp, coronavirus kgp,
খড়্গপুরের ঝাপেটাপুর এলাকায় এক ৪৭ বছর বয়সী ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। হিজলীর রবীন্দ্রপল্লীতে (মহিলা-৪৭), সুভাষপল্লী সংলগ্ন পদ্মপুকুর এলাকায় (যুবক-২৬ ও পুরুষ-৪৬) মোট ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।খড়্গপুর মহকুমা হাসপাতালের এক প্রথম শ্রেণির করোন যোদ্ধা করোনায় আক্রান্ত হন।তিনি মহকুমা হাসপাতালের আবাসনেই থাকতেন বলে জানা যায়। খড়্গপুরের ২৫ নম্বর ওয়ার্ডের চাঙ্গুয়াল সংলগ্ন বারবেটিয়া এলাকায় একই পরিবারের ২ জনের (যুবক-২৯, বৃদ্ধা -৫২) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কৌশল্যা সংলগ্ন এলাকায় ২জন (বৃদ্ধ ৭৩, মহিলা-৪২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
আরও পড়ুন- দফায় দফায় মাওবাদী পোস্টার, জঙ্গলমহল পরিদর্শনে রাজ্য পুলিশের ডি জি
৩ নম্বর ওয়ার্ডের ইন্দার নিউ ট্রাফিক এলাকায় এক যুবক (১৯) ,২ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি (৪৫) ও ৮ নম্বর ওয়ার্ডের খরিদা সংলগ্ন মন্ডল পাড়া এলাকায় এক ব্যক্তি (৪১) সহ মোট ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খরিদার বিধানপল্লী (১৭ নম্বর ওয়ার্ড) এলাকা (বৃদ্ধ-৮৩) ও সাউথ সাইড কলোনী (বৃদ্ধ-৫১, যুবক-৩১, যুবতী-২৮) মোট ৪ জনের অ্যন্টিজেন পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন- আলুর দামে রাশ টানতে তমলুক বাজার পরিদর্শনে মহকুমা শাসক
শনিবারের অ্যন্টিজেন পরীক্ষায় রেলশহরের সুভাষপল্লীতে একই পরিবারের ৪ জন ( বৃদ্ধ-৬২, যুবক-২৮, পুরুষ-৪২ ও মহিলা-৪৫) এর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও মালঞ্চ,নিউ সেটেলমেন্ট, নিমপুরা, ইন্দা,সালুয়া,খড়্গপুর লোকালের মির্জাপুর, তেঁতুলমুড়ি এলাকায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এদিন খড়্গপুর আই.আই.টি ক্যাম্পাসের এক বৃদ্ধের (৫৯) করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi