Cricket Tournament
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাত দশটার পরও চলছিল ক্রিকেট প্রতিযোগিতা। বন্ধ করতে ছুটতে হলো কোতয়ালী থানার পুলিশকে। মাঝ পথে খেলা বন্ধ হওয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চ ছেড়ে পালালেন তৃণমূল নেতারা। লকডাউন বিধি ঘোষণার দিন থেকেই মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল।
আরও পড়ুন:- লক্ষ্য সুস্বাস্থ্য, হলদিয়া শহরে বাতাসের গুণগত মান পরীক্ষায় বসছে কোটি টাকার মেশিন
আরও পড়ুন:- হলদিয়া মেলা আপাতত বন্ধ থাকছে, ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলাশাসকের
“খেলা হবে” স্লোগানকে সামনে রেখে মেদিনীপুর পৌর এলাকার ২৫ টি ওয়ার্ডের যুবকদের নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন। ফাইনাল খেলা ছিল শুক্রবার। দুটি দলের শেষ মুহূর্তের খেলা লকডাউন বিধির সময়ের পরেও চলছে দেখে পুলিশ বাধা দেয়। মঞ্চ থেকে তৃণমূল নেতারা খেলা বন্ধের কথা ঘোষণা করার পরেই উত্তেজনা তৈরি হয় খেলোয়াড়দের মধ্যে। কয়েক হাজার দর্শক ও খেলোয়াড়দের উত্তেজনা দেখে মঞ্চ থেকে পালিয়ে গেলেন তৃণমূল নেতারা।
Cricket Tournament
আরও পড়ুন:- NSS কাজকর্মের স্বীকৃতিতে রাজ্যে সেরার শিরোপা পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন:- মেদিনীপুর সংলগ্ন মোহনপুর ব্রীজের কাছে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ জ্বলে উঠল আগুণ, আতঙ্কিত এলাকাবাসী
সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ফাইনাল খেলাতে মেদিনীপুর পৌর এলাকার ২৫ নম্বর ওয়ার্ড বনাম ১ নম্বর ওয়ার্ডের ক্রিকেটারদের মধ্যে খেলা চলছিল। ২৫ নম্বর ওয়ার্ডের ব্যাটিং শেষে ১ নম্বর ওয়ার্ডের খেলা চলছিল। আট ওভার এর খেলার মধ্যে চার ওভার সম্পন্ন হয়েছিল। এর মাঝেই রাত্রি সাড়ে দশটা হয়ে যেতেই পুলিশের বাধা এসে পড়ে লকডাউন বিধিনিষেধের কারণে।
পুলিশের কথামতো মঞ্চ থেকে তৃণমূলের নেতারা ঘোষণা করেন পুলিশের বিধিনিষেধের কারণে খেলাটি আপাতত বাতিল হল। অন্য কোনো দিন এই খেলা পুনরায় করানো হবে। তখনই উত্তেজনা তৈরি হয় এক নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে। গ্যালারিতে তখনও প্রায় কয়েক হাজার দর্শক। সকলেই মঞ্চের সামনে হুড়মুড়িয়ে চলে আসেন উত্তেজিতভাবে।
আরও পড়ুন:- কোভিড বিধি মান্যতা দিতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অভিযান জেলা ট্রাফিক পুলিশের
পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ একাধিক নেতৃত্বরা মঞ্চ ছেড়ে চলে যান। উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছায়। বিক্ষোভকারীদের অনেকের অভিযোগ, ২৫ নম্বর ওয়ার্ড হেরে যেতে দেখে পক্ষপাতিত্ব করে খেলা বন্ধ করা হয়েছে। এবিষয়ে সুজয় হাজরা বলেন, “প্রশাসনিক বাধায় খেলা বন্ধ হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।”
আরও পড়ুন:- ফের পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতির হানায় জখম যুবক, ক্ষোভ এলাকাবাসীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Cricket Tournament
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The cricket competition was going on even after ten o’clock at night. The police of Kotwali police station had to run to stop it. There was a lot of excitement as the game stopped in the middle. Seeing the situation strange, the Trinamool leaders fled from the stage. From the day the lockdown rules were announced, the TMC Cricket tournament started at the Arvind Stadium in Midnapore.
Organizing this cricket competition with the youths of 25 wards of Medinipur municipal area with the slogan “Khela habe” in mind. The final game was on Friday. The last-minute match between the two teams was stopped by the police after the lockdown rules. Tensions erupted among the players after the grassroots leaders announced the closure of the game from the stage. Seeing the excitement of thousands of spectators and players, the Trinamool leaders fled from the stage.
The police have to work hard to handle it. The final match play between the cricketers of Ward No. 25 and Ward No. 1 of Medinipur Municipal Area. At the end of the batting of Ward No. 25, the game of Ward No. 1 was going on. Four overs complete in the game of eight overs. In the meanwhile, as soon as it was half-past ten in the night, the police got in the way due to the lockdown restrictions.
According to the police, the TMC leaders announced from the stage that the game cancels due to police restrictions. This game will be repeated some other day. That’s when the tension creates among the players of the number one ward. The gallery still has about a few thousand visitors. Everyone rushed to the front of the stage excitedly.
As the situation seemed strange, several leaders including Trinamool district president Sujoy Hajra left the stage. The tension reaches its climax. Many of the protesters complained that the game stopped due to bias in the loss of Ward No. 25. In this regard, Sujoy Hazra said, “The game has been stopped due to administrative obstacles. We have accepted the decision of the administration.”