বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গড়বেতা আদালতে বিচারকের কোপে আদালতের এক কর্মী। এরই প্রতিবাদে মেদিনীপুরে ধিক্কার ও পূর্ণ দিবস ধর্মঘটের ডাক দিলেন মেদিনীপুর জেলা জজ আদালতের কর্মচারীবৃন্দেরা। সোমবার সকাল থেকেই কর্মবিরতি পালন সংগঠনের সমস্ত সদস্যদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : খড়গপুরে প্রকাশ্যে প্রবীণ নেতাকে চড় জুতো পেটা! ৬ দিনের মাথায় শোকজের জবাব দিলেন বেবী কোলে

অভিযোগ গত শনিবার গড়বেতা কোর্টের নাজির প্রদীপ জানার সাথে অবভ্য আচরণ করেন বিচারক। পুলিশকে দিয়ে তাকে আটকও করানো হয়।

আরও পড়ুন : অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুন স্ত্রী ও প্রেমিকের
এই ঘটনার প্রতিবাদেই চলছে পূর্ণদিবস ধর্মঘট পালন।পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদালতের কর্মচারী অমৃতেন্দ্রু আদক বলেন, গড়বেতা কোর্টের নাজির প্রদীপ জানার সাথে গড়বেতা কোর্টের জে এম ১ কাম সিজেএম ইন চার্জ বিক্রমজিৎ সেন এর বর্বরোচিত আচরণের প্রতিবাদে ধিক্কার দিবস ও পূর্ণ দিবস ধর্মঘট করছেন।

মেদিনীপুর জেলা আদালত ছাড়াও গড়বেতা, দাঁতন, ঘাটাল এবং খড়গপুর মহকুমা আদালতেও একই সাথে ধর্মঘট করছেন তারা। প্রদীপ জানাকে বেআইনি ভাবে আটকে রাখার নির্দেশ দেন বিচারক। কোন কাগজ ছাড়া পুলিশ কোর্টের লোকাপে নিয়ে যায় তাকে। বিষয়টি জানতে পেরে জেলা বিচারককে জানানোর পরেও কোন সুরাহা হয়নি। যতক্ষণ না সুরাহা হচ্ছে এই আন্দোলন চলবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। রাজ্যের সব জেলাতেই এই আন্দোলন হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Court protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspape