পত্রিকা প্রতিনিধি: স্বাস্থ্য দফতরের অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৪ জন। এর মধ্যে মেদিনীপুর শহরে রয়েছেন ৫২ জন। Corona, Corona, Corona
মেদিনীপুরে তাঁতিগেড়িয়ার টাউন কলোনীতে একই পরিবারের ৩ জনের (বৃদ্ধ-৭৪, প্রৌঢ়-৫০, মহিলা-৪৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। হাতারমাঠে এক প্রৌঢ়া (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। কোতোয়ালীর অধীনে রাজাবাজারে একই পরিবারের ২ জন মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হবিবপুরে এক প্রৌঢ়া (৪৮) কোভিড আক্রান্ত হয়েছেন। ধর্মা সংলগ্ন এলাকায় ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাঙামাটিতে একই পরিবারের ২ জন (প্রৌঢ়া-৬৬, যুবক-১৭) কোভিড আক্রান্ত হয়েছেন। বরিশালকলোনীর এক মহিলার (৩২)শরীরে করোনার সংক্রমণ ঘটে।ক্ষুদিরামনগরে একই পরিবারের ২ জন মহিলার শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। মির্জাবাজারের ১ জন (যুবক-২৫), পাটনাবাজারের ১ জন (যুবতী-২৮) ও হাতারমাঠের ১ জন (প্রৌঢ় -৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের রবীন্দ্রনগরে একই পরিবারের ২ জনের শরীরে (বৃদ্ধ-৬৫,যুবক-২৮) করোনার হদিশ মেলে। কোতোয়ালীর অধীনে কোতবাজার এলাকায় একই পরিবারের ২ জন (প্রৌঢ়া-৫৩, যুবক-২৩) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। জজকোর্ট সংলগ্ন এলাকায় এক যুবকের (২৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে। জজকোর্ট সংলগ্ন কামারপাড়া এলাকায় একসঙ্গে একই পরিবারের ৪ জনের (প্রৌঢ় -৫৯, প্রৌঢ়া-৫৩, শিশু -৪,কিশোরী-৭) শরীরে করোনার হদিশ মেলে।নজরগঞ্জ ও বিদ্যাসাগরপল্লী এলাকায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।পাঠানমহল্লায় একই পরিবারের ২ জন সহ ডাকবাংলো রোডে এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও কোতোয়ালীর অধীনে শহরতলিতে চাঁদড়ার দেপাড়া ও চিলগোড়া সহ বিভিন্ন এলাকায় মোট ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ রোড সংলগ্ন এলাকায় ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।তোড়াপাড়ার সুকুমার সেনগুপ্তপল্লী এলাকার ১জন, ছোটোবাজারের ১জন, বিধাননগরের ১ জন ও কর্ণেলগোলার ১জন সহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।
আরো পড়ুন- গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, একই পরিবারের আক্রান্ত একাধিক, মেদিনীপুর শহরে ফের করোনায় আক্তান্ত ৪৫ জন
অপরদিকে বেলদা ও নারায়নগড় ব্লকে মোট ১৫ জন করোনা আক্রান্তের হদিশ মেলে।বেলদার নবোদয়পল্লী, মহম্মদপুর(পরিবারের ২জন), ঠাকুরচক (পরিবারের ৩জন),মুরাদপুর, বাখরাবাদ ও রবীন্দ্রনগর এলাকায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হন।নারায়নগড়ের বহুরুপাও কেশিয়াড়ীতে (কেশিয়াড়ী আবাসন) ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আরের রিপোর্টে ডেবরায় মোট ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।ডেবরার আলিশগড় ,বালিচক,ভোগপুর সহ বিভিন্ন এলাকায় মোট ৪জন করোনা রোগীর হদিশ মেলে। এছাড়াও ডুঁয়া সংলগ্ন দক্ষিণ গোটগেড়িয়া, বারাতি, লোয়াদা,দুর্গাপুর (একই পরিবারের ৫জন), ডুলুচক, বড়গড় সহ ডেবরার টোল প্লাজাতেও মোট ১৩ জন আক্রান্তের সন্ধান মেলে।সবংয়ের তালুকপাইকান, কোলান্ডা (৪ নং দশগ্রাম), কালিদহড়াছারা ও বলরামপুর এলাকায় মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। দাঁতন ১ ব্লকের মোট ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাঁতনের বাহাড়দা (চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েত ৬) একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হন। এছাড়াও ভবানীপুর (নতুনবাজার), গোপালবাড় ও বেনাপুর এলাকায় মোট ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।দাসপুরের পুরোষোত্তমপুর, রামপুরা, জ্যোতঘনশ্যামে মোট ৪জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ঘাটালের খরার, বেতাগ্রাম, জলসরায় মোট ৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।গোয়ালতোড় থানায় ফের ১জন সহ, দেবগ্রাম সহ বিভিন্ন এলাকায় ৩ জন করোনায় সংক্রমিত হন। চন্দ্রকোনায় ৬ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। তাঁরা ঝাঁকরার (৩ জন) , পালংপুর ও কালাপাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মোহনপুরে রামপুরা ও কুসুমডা এলাকাতেও ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
2 comments
[…] […]
[…] […]
Comments are closed.