পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর., অ্যন্টিজেন ও ট্রুনেট) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপির জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৩ জন। ২১ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২০৮৩ জন (মোট ৮৫৪৮)। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১২৬। গতকালের (২০ সেপ্টেম্বর) থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।মেদিনীপুর শহরেই আক্রান্ত হয়েছেন ৪৯ জন ও খড়্গপুরে (আর.টি.পি.সি.আর) ৭ জন। corona, corona
আর.টি.পি.সি.আরের রিপোর্টে মেদিনীপুর শহরে পুলিশ লাইনের ৪ জনের (পুরুষ-৩২, যুবক -২৯,প্রৌঢ়-৫৫, যুবক-২৮) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আবাসের এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৩) ,কোতবাজারের ১ জন বৃদ্ধ (৬৭) ,শরৎপল্লীতে একই পরিবারের ২ জন (পুরুষ-৩৪, কিশোর-৭), হবিবপুরের ১ জন মহিলা (৪২), শহর সংলগ্ন খয়েরুল্লাচকের ১ জন মহিলা (৩৪),ধর্মা সংলগ্ন এলাকায় একই পরিবারের ৩ জন, জগন্নাথমন্দির সংলগ্ন পাহাড়িপুর এলাকায় ১জন, বিবেকানন্দনগরের ২ জন, কর্নেলগোলার ১ জন ও রাঙামাটির ১জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে উপসর্গহীনের সংখ্যাই বেশি বলে জানা যায়। গত ১৯ সেপ্টেম্বর তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হলে ২১ সেপ্টেম্বর রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে। শহর সংলগ্ন গুড়গুড়িপাল এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তির (৩৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও কোতোয়ালীর অধীনে শহর ও শহরতলিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়।
আরো পড়ুন- দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক মৎস্য খটি
রেলশহর খড়্গপুরে ঝাপেটাপুর সংলগ্ন গোপালনগর এলাকায় একই পরিবারের ২ জনের (মহিলা-৫২,যুবতী -২২) করোনা রিপোর্ট পজিটিভ আসে। রবীন্দ্রপল্লীর একই পরিবারের ২ জন (পুরুষ-৪৩, কিশোরী-১০), বিবেকানন্দপল্লী এলাকায় ১জন, তালবাগিচার ১ জন ও মালঞ্চার ১ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়।এছাড়াও আর.টি.পি.সি.আরের রিপোর্টে খড়্গপুর শহর ও শহরতলিতে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।দাঁতনের আঙ্গুয়া (বইপাটনা গ্রাম পঞ্চায়েত ৫, দাঁতন ) এলাকায় একই পরিবারের ৩ জন, শালিকোঠার শরশঙ্কার এক বৃদ্ধ (৬৩) করোনায় অাক্রান্ত হন।চন্দ্রকোণার খিরাই এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তির (৩৫) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।ঘাটালের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরে একই পরিবারের ২ জনা ঘাটাল পুরসভার অধীনে ১ জন ও সিংপুরের ১ জন আক্রান্ত হয়েছেন।কেশপুরের আমডাংরা এলাকার জাদুপুর এলাকায় একই পরিবারের ৩ জন সহ ওই এলাকায় মোট ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।দাসপুরের শ্রীরামপুর (সরবেড়িয়া-১), উত্তরগোবিন্দপুর, রামচক, কিসমত কলোরা ও সুলতাননগর এলাকায় মোট ৫জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও দাসপুরের বিষ্ণপুর, সোয়লা (একই পরিবারের ২ জন), জোথবাগান, চাইপাট,গৌরার একই পরিবারের ৬ জন, জ্যোতঘনশ্যাম ও পাঁচবেড়িয়া সহ দাসপুরের বিভিন্ন এলাকায় মোট ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।ডেবরার চককুমার, ডুঁয়া, ভাইনগর,বেলাড়, চন্দনপুর ও সত্যপুর এলাকায় মোট ৬ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে।শালবনীতে ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। তবে তাঁরা নির্দিষ্ট কোন এলাকার বাসিন্দা তা জানা যায় নি স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach