Home » গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, একই পরিবারের আক্রান্ত একাধিক, মেদিনীপুর শহরে ফের করোনায় আক্তান্ত ৪৫ জন

গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, একই পরিবারের আক্রান্ত একাধিক, মেদিনীপুর শহরে ফের করোনায় আক্তান্ত ৪৫ জন

by Biplabi Sabyasachi
1 comment

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের আর.টি.পি.সি.আর ও অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।এর মধ্যে মেদিনীপুর শহর সহ সদর ব্লকে অ্যন্টিজেন পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন ও আর.টি.পি.সি.আর পরীক্ষায় মোট ৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ রয়েছেন। corona, corona

জেলা স্বাস্থ্য দফতরের বুলেটিন

শহরের তাঁতিগেড়িয়ায় (বৃদ্ধ-৬৮) ১জন, মিরবাজারের (বৃদ্ধ-৬২) ১জন,মিত্র কম্পাউন্ডের (বৃদ্ধা-৬৫) ১জন, পুলিশ লাইনের (প্রৌঢ়-৫৪) ১জন, ডাকবাংলো রোডের (প্রৌঢ়া-৫৪) ১জন, বটতলা সংলগ্ন হর্ষণদিঘীর (মহিলা-৩০) ১জন সহ মোট ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ল্যাবের এক কর্মীসহ বয়েজ হোস্টেলের এক ইন্টার্নের (২২) শরীরে করোনার সংক্রমণ ঘটে।

আরও পড়ুন-ফের শালবনীর করোনা হাসপাতালে মৃত্যু হল দাঁতনের এক নির্মান সহায়কের


অপরদিকে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্টে মেদিনীপুর শহরে মোট ৩৬ টি পসিটিভ কেস রয়েছে বলে জানা যায়। শহরের কোতবাজার সংলগ্ন হাতারমাঠ এলাকায় একই পরিবারের ৩ জন (বৃদ্ধা-৬৫, পুরুষ-৩৭ ও যুবতী-২৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।রাঙামাটিতে একই পরিবারের ৪ জন (বৃদ্ধা-৮৪, বৃদ্ধ-৬৫, বৃদ্ধা-৬০, মহিলা -৪৫) সহ ওই এলাকায় আরো ১ জন বৃদ্ধার (৮০)কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মির্জাবাজারে একই পরিবারের ৩ জন (পুরুষ-৩০, যুবতী-২৬ ও শিশু-২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের গেটবাজার সংলগ্ন ডাকবাংলো রোডের একসঙ্গে একই পরিবারের ৪ জনের (পুরুষ-৪৯, মহিলা-৩৭, যুবতী-১৬, কিশোরী-১৪) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সিপাইবাজার এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।শহর সংলগ্ন গোলাপীচকে একমহিলার (৩৮)শরীরে করোনার সংক্রমণ ঘটে। গোপগড়েও এক কিশোরের (৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। মাইকেলমধুসুদন নগরে এক কিশোর (১৫) করোানায় আক্রান্ত হয়েছেন বলে জানা য‍ায়।জেলা স্বাস্থ্য ভবনের এক কর্মী (৫৮) এর করোনা রিপোর্ট পজিটিভ আসে শুক্রবার রাতে।বিবিগঞ্জ এলাকায় এক বৃদ্ধ (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।এছাড়াও শহরতলিতে ৫ জন করোনা আক্রান্তের সন্ধান মেলে। বীরসিংহপুরের ২ জন, পাঁচখুরির ১ জন সহ মুন্সিপাটনার ২জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

1 comment

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.