Home » মেদিনীপুরে ফের করোনায় আক্রান্ত ৩৩, জেলায় ১১৩ জন

মেদিনীপুরে ফের করোনায় আক্রান্ত ৩৩, জেলায় ১১৩ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৩ জন। শনিবার সকালে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ১০৬৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। তবে, প্রায় ৫০০ জনের লালারসের নমুনা আরটি-পিসিআর টেস্টের জন্য কলকাতায় পাঠানো হয়েছিল, সেগুলি সবই ‘নেগেটিভ’ এসেছে বলে জানা গেছে। ১১৩ জন করোনা সংক্রমিতের মধ্যে মেদিনীপুর শহরে এদিনও ৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে, অধিকাংশ জনই উপসর্গহীন বলে তাঁরা হোম আইসোলেশনে আছেন। কয়েকজন’কে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। medinipur, medinipur, biplabi sabyasachi news, medinipur, latest bengali news, bengal news, midnapore corona, midnapore corona

ফা ইল চিত্র

আরও পড়ুন- খড়গপুরের ধোবিঘাটে গোষ্ঠী সংক্রমণ, একসঙ্গে করোনায় আক্রান্ত ২৫, মোট পজিটিভ কেস ৪০ টি

মেদিনীপুর শহর তথা মেডিক্যাল কলেজের একজন অভিজ্ঞ চিকিৎসকের (৩৯) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। তবে, সামান্য জ্বরের উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই আছেন। সূত্রের খবর অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরো একজন চিকিৎসক সহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অ্যান্টিজেন টেস্টে। মেদিনীপুর পৌরসভার এক স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায় ইতিমধ্যে পৌরসভা বন্ধ করে দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়াও, কোতোয়ালী থানার চারজন পুলিশকর্মী’র রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। কালগাঙের একটি পরিবারের চারজন এবং সিপাই বাজারে একটি পরিবারের ২ জন সহ মোট ৩ জন, কর্ণেলগোলাতে ২ জন, আবাস ও কুইকোটার ২ টি পরিবারে ২ জন করে মোট ৪ জন, নজরগঞ্জে একটি পরিবারে ২ জন ও হাঁসপুকুর এলাকার একটি পরিবারে ২ জন এবং মির্জাবাজারে ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, বল্লভপুর, শরৎপল্লী, গোয়ালাপাড়া, তালপুকুর প্রভৃতি এলাকা থেকে ১ জন করে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। বেশিরভাগ সংক্রমিতের শরীরে ব উপসর্গ না থাকলেও, বেশ কয়েকজনের শরীরে স্বল্প বা যথেষ্ট উপসর্গ রয়েছে।

আরও পড়ুন- করোনা সংক্রমণের জের, বন্ধ হয়ে গেল IIT খড়গপুর

গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড়ের ২ জন, আমলাশুলির ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ২ জন প্রথম সারির করোনা যোদ্ধা বলে জানা যায়। শালবনীর ছাতনি এলাকারও একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। উপরিউক্ত ৬ জনের শরীরে জ্বর ও কাশি’র উপসর্গ থাকায় তাদের লেভেল ফোর শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গড়বেতা ৩ নং ব্লকেও ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, পিংলার একজন, রাধামোহনপুরের একজন এবং ডেবরা’র ২ জন (সাতরুখী-চকবাজিত, পাঁচগেড়িয়া) সহ ডেবরা ব্লকের মোট ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের শরীরেও করোনা’র উপসর্গ রয়েছে বলে জানা যায়। এদিকে, নারায়ণগ, দাঁতন, মোহনপুর ও দাসপুরের একাধিক ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে এদিন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.