Home » বেলদা থানায় ফের করোনায় আক্রান্ত ২ এস আই সহ ৭ জন পুলিশ কর্মী

বেলদা থানায় ফের করোনায় আক্রান্ত ২ এস আই সহ ৭ জন পুলিশ কর্মী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: মঙ্গলবারের (৮ সেপ্টেম্বর ) অ্যন্টিজেন রিপোর্টে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৪৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে বেলদা ও নারায়নগড়ে রয়েছেন ১৭জন। belda covid, belda covid

আরও পড়ুন- আজকের পত্রিকা- ৯ সেপ্টেম্বর, বাং- ২৩ ভাদ্র ১৪২৭

ফাইল চিত্র

আরও পড়ুন- সোমবারের অ্যন্টিজেন রিপোর্টে মেদিনীপুর শহরে একই পরিবারের ৩ জন সহ মোট করোনায় আক্রান্ত ১৬জন, জেলায় ৮৬

আবারও বেলদায় ২ জন এসআই-সহ ৭ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হলেন। এর জেরে সমস্যার মুখে পড়ল বেলদা থানা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে মঙ্গলবার রাতে রিপোর্ট আসে। সেই রিপোর্ট ২ জন এস.আই আছেন। এছাড়াও এনভিএফ, সিভিক ও কনস্টেবল আছেন। বাকি সংস্পর্শে আসা প্রায় ১৫ জন পুলিশ কর্মীকে কোয়েরেন্টাইনে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগেই বেলদা মহকুমা পুলিশ আধিকারিকের ফোর্সের মধ্যে ২ জন আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেছিলেন বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে ফের আরও ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। শুধু পুলিশের মধ্যে সংক্রমণ সীমাবদ্ধ থাকেনি। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন বেলদা গ্রামীণ হাসপাতালের একজন আশা কর্মী, দেউলী বেসিক কলেজের এক অধ্যাপক ও তাঁর ছেলে, নবোদয়পল্লি ও মহম্মদপুরের চারজন, বেলদা ফরেস্ট অফিসের আবাসনে থাকা এক কর্মীর মেয়ে-সহ নারায়ণগড়ে সতেরোজনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রশাসন সূত্রে খবর আপাতত কারোর তেমন উপসর্গ না থাকায় সকলেই বাড়িতেই থাকবেন। সমস্যা হলে হাসপাতালে পাঠানো হবে। পুলিশকর্মীরাও আপাতত পুলিশ আবাসনে আলাদা থাকছেন। পরে হাসপাতালে পাঠানো হবে। পুলিশের মধ্যে সংক্রমণ ছড়ানোয় আতঙ্ক বাড়ছে। মাসখানেক আগে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির এক এএসআই করোনা আক্রান্ত হয়েছিলেন। চল্লিশজনকে কোয়রান্টিনে পাঠিয়ে ফাঁড়ি বন্ধ করেছিল পুলিশ। তবে এ ক্ষেত্রে বেলদা থানা বন্ধ হচ্ছে না বলেই জানিয়েছে প্রশাসন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.