0
9 জন সুস্থ করোনা রুগীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।তাঁর এই মহতী কাজে রুগীরা ও হাসপাতালের স্টাফরা অত্যন্ত খুশী হন।
পত্রিকা প্রতিনিধি: করোনা সংক্রমণের মধ্যে আশার আলো
পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।১৩ জন করোনা রুগী বড়মা করোনা হাসপাতাল থেকে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৩৪ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো ১৩ জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই ১৩ জনের মধ্যে ২ জন দাসপুর ২ জন ঘাটাল ১জন ময়না,১জন সবং,৩ জন তমলুক,১ জন মহিষাদলের বাসিন্দা।আজ এই ১৩ জন করোনা রুগীর সুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান হাসপাতালের অবজারভার আবজল আলী শা।তিনি পরিদর্শন করেন গোটা হাসপাতাল চত্তর।রুগীদের সাথে কথা বলেন।তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান।এবং ওই ১৩