পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপির জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১১ জন। রেলশহর খড়্গপুরে মোট ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। corona, corona, corona, medinipur news, biplabi sabyasachi news, bengal news
আরও পড়ুন- করোনা সংক্রমণের জের, বন্ধ হয়ে গেল IIT খড়গপুর
খড়্গপুরে সুকান্তপল্লি সংলগ্ন মালঞ্চ রোড এলাকায় এক ব্যক্তির (৪৪) শরীরে করোনার সংক্রমণ ঘটে । যদিও তিনি অ্যাসিমটোমেটিক বা উপসর্গ হীন ।খড়্গপুর শহরের মথুরাকাটি এলাকায় বছর ৩৬ এর এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ব্যক্তিও উপসর্গহীন। রেলশহরের সুভাষপল্লী (বৃদ্ধ-৫১), রাজগ্রাম (যুবক-২৪),সঞ্জল (পুরুষ-৪৭), খড়্গপুর লোকালের বলরামপুর সংলগ্ন আর্সিনী এলাকায় (যুবতী -২০), ছোটো ট্যাংরা (বৃদ্ধা -৫০), মালঞ্চা (বৃদ্ধ-৬৪) এলাকায় মোট ৭ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলে। এদের মধ্যে বেশীরভাগই উপসর্গহীন ও দুই -একজন মানুষের শরীরে করোনার উপসর্গ জ্বরের দেখা মিলেছে। খড়গপুর পুরসভার রবীন্দ্রপল্লী এলাকায় এক বছর ৪৭ এর ব্যক্তিরও করোনা রিপোর্ট পজিটিভ আসে।খড়্গপুর সংলগ্ন রুপনারায়নপুরের জকপুর এলাকায় এক ব্যক্তি (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল শহরের রাঙামাটির আলু ব্যবসায়ীর
রেলশহর খড়্গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সাউথ সাইড সংলগ্ন ধোবিঘাট এলাকায় একসঙ্গে ২৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা নিয়ে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর থেকে শুরু করে পুলিশ প্রশাসন । এই এলাকায় করোনা কীভাবে গোষ্ঠী সংক্রমণের রুপ নিলো তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।
সহকারী অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ পাল বলেন, ” খড়্গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের ধোবিঘাট এলাকায় একসঙ্গে ২৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা নিয়ে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে।তবে চিন্তার কোনো কারণ নেই তারা প্রত্যেকেই অ্যাসিমটোমেটিক বা উপসর্গহীন। ” এছাড়াও তিনি বলেন করোনা আক্রান্তদের রিপোর্ট আসার পরেই ওই এলাকা পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে। ওই এলাকাজুড়ে করা হয়েছে জীবানুনাশক স্প্রে।পূর্বের করোনার তথ্য অনুযায়ী খড়্গপুরের ২৬ নম্বর ওয়ার্ডে অনেক রেলকর্মী আগেই আক্রান্ত হয়েছিলেন। খড়্গপুরের এই এলাকায় তুলনামূলকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। এর আগেও এই এলাকায় ৬ থেকে ৭ টি কন্টেইনমেন্ট জোন ছিল। একসঙ্গে ২৫ জন করোনা আক্রান্তের খবর মিলতেই গোটা শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ডের ঝাপেটাপুর সংলগ্ন মাইতিপাড়া এলাকায় (বৃদ্ধা -৭০), ৩২ নম্বর ওয়ার্ডের আরামবাটি এলাকায় (পুরুষ-৩৮) ও ১৬ নম্বর ওয়ার্ডের ভগবানপুর সংলগ্ন মালঞ্চ এলাকায় (যুবতী২৮) মোট ৩জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi